২২০
আহা হৃদয় আমার নাচেরে
দিলরুবা হাসান
আরও পড়ুন
কোন বাগানের কোকিলরে
সুরেলা সুমধুর সুরে ডাকেরে
হাজারো আপেক্ষার তরে
আসিলো ভ্রমর ফুলের ঘুম
ভাঙিয়ে পাখা মেলে উড়ার ভীড়ে।
খুশিতে প্রাণ নাচেরে মোর
অভিনন্দন জানাই বিনয়ের সুরে
চালিয়ে যাবো তোমার ইচ্ছে
হৃদয়ের তারে তারে।
কোকিলের সুমিষ্টি সুরের জের ধরে।