মনুষ্যত্বের বীজ। কবিতা। কাজী রেহানা পারভীন

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ২৬ বার পড়া হয়েছে

মনুষ্যত্বের বীজ
কাজী রেহানা পারভীন

মনুষ্যত্বের বীজ বপনে আমি ভীষণ ব্যস্ত,
অমানুষের ভিড়ে আমি সদাই এখন ত্রস্ত।
চাষা ভূষা সবাই করে মিথ্যের বীজ চাষ,
ভুঁইফোড় সমাজে আজ অসত্যের বসবাস।

ধনিক বনিক সবাই করে মিথ্যের বাণিজ্য,
এটাই নাকি এই সমাজের কৃষ্টি, ঐতিহ্য।
কোথাও‌ কি পাব এ বীজ, জিজ্ঞাসু এ মন,
আছে কি এর বিজ্ঞাপন আর সর্বত্র বিপণন!

সত্যরা আজ নির্বাসনে, জিম্মি কয়েদখানায়,
মিথ্যাদের আজ বাহাদুরি চলছে নির্ভাবনায়।
হঠাৎ করেই এ শংকাতে হই যে জর্জরিত,
মিথ্যার দাপটে আমি সর্বদাই স্তম্ভিত।

banner

ছল চাতুরী ছলা কলায় সত্যরা পায় কলঙ্ক,
মিথ্যার আস্ফালনে অনুসৃত হয় পদাঙ্ক।
মিথ্যার বেশাতি নিয়ে সবাই করে খেলা,
অসত্যেরে বাসে ভালো, সত্যরে করে হেলা।

সহজ সরল মানুষ মানেই বোকার সমাহার,
ধুরন্ধর আর অসৎ যেন এ সমাজের বাহার।
উত্তর কি জানা আছে, আছে কি সমাধান?
হোক তবে সব অসাধুত্বের সফল অবসান।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs