প্রযুক্তির ফাঁদে শিক্ষার্থীরা
আফজাল হোসাইন মিয়াজী
একটা সময় শিশুবেলা ছিল-মাটির গন্ধে গড়া, কচি ডালে দোল খাওয়া এক সরলতায় ভরপুর। বইয়ের পাতায় স্বপ্ন আঁকতো তারা, চোখে ছিল আলোর দিগন্ত। কিন্তু আজ?
আজকের শিশুরা হারিয়েছে সেই মাঠ, সেই আকাশ, সেই উচ্ছ্বাস। তারা বন্দি এক অদৃশ্য কারাগারে, নাম তার ভার্চুয়াল জগৎ।
এই জগৎ-যেখানে আছে জ্ঞান-বিজ্ঞান, আছে বিশ্বদৃষ্টি, তেমনি লুকিয়ে আছে বিভ্রমের বিষ। আমাদের শিক্ষার্থীরা সেই জগতের আবেশে আজ হারিয়ে যাচ্ছে। কেবল গেমস, সোশ্যাল মিডিয়ায় কাটছে তাদের অবসর নয়, প্রাত্যহিকের অধিকাংশ সময়। বইয়ের পাতায় হাত কম, কিন্তু টাচস্ক্রিনে দৃষ্টি।
বিষণ্নতা, নিঃসঙ্গতা, আর আত্মিক শূন্যতা ছায়ার মতো তাদের সঙ্গী হয়ে উঠছে।
তবু আমরা বড়রা মুগ্ধ! বলছি- “আমার ছেলে সব জানে মোবাইলে!” জানি না, এই প্রযুক্তি-দক্ষতা এক সময় তার মননের দ্বার বন্ধ করে দেবে কিনা?
যাইহোক, প্রযুক্তি হোক সহযাত্রী, অধিপতি নয়।
জ্ঞানভিত্তিক ব্যবহার গড়ে তুলুক আলোকিত আগামী।
অন্যথায়, আমাদের এই ভবিষ্যৎ নির্মাতারাই হারিয়ে যাবে এক ক্লিকের ফাঁদে, নিঃশব্দে…
আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক ও লেখক)
০৮||০৮||২৫