অভিনয়
মোহাম্মদ আবদুল কাইয়ুম
রোজ রোজ ভাবী যদি ছবির মত সুন্দর আল্পনা হতে তুমি
হৃদয়ে কত আদরে,আবেশে,আয়েশে,রোদ্দুরে আগামী
মন মন্দিরে, মালা চন্দনে স্মৃতি বাসরে রাখতাম আমি।
অজানা ঝড় এসে তছনছ স্বপ্নরা অস্তগামী করছে পাগলামি।
ভুলে সব ধিদ্বা লাজ মনেরকাননে আজ ফুটে তোমার প্রেম,
সেই শুধা এমন সঞ্জিবনী করলে পান যেমন মরণ গো শ্যাম।
না করলে গ্রহন ও বোধন কাটেনা রোধন অন্তরের দহন কাল
পারিনা সইতে না পারি কইতে সাধ্য কার ছিন্ন করে মায়াজাল।
জ্বলে জ্বলে অঙ্গার তবু শেষ হওয়ার নয় এ যেনো স্ববিষ্ময়
এত যে যাতনা তবু ফুরায় না মনের বাসনা সবই নয় ছয়,
কেমন কামনার আগুনে পুড়ে জীবনের যেমন এ পরাজয়।
হৃদয় পোড়ার গন্ধ জানালার কার্নিশে আটকে কি কভু রয়,
বুকটা ফেটে চৌচির হয় বিরাণ বধ্যভূমি পরাণে কতটা সয়?
এত চেনা পরিচয় পথটাও মাঝে মাঝে অচেনাই মনে হয়!
পরিশেষে বিরহের ইতিকথা হয়ে যেন বারে বারে কথা কয়।
নাইবা হলো একজীবনে তোমাতে আমাতে শুভ পরিনয়
মানতে মন না চায় হৃদমাঝারে যার আল্পনা আকা হায়,
সে কভু আমার প্রাণ সখা নয় তাই তো হারাবার এত ভয়
ভালোবাসা সে তো নয় সবটা কি তবে সবটাই অভিনয়?