১) দুই মেরু
বলেছিলাম,আমাকে নিয়ে একটা কবিতা লিখবে?
তুমি লিখলে উপন্যাস।
বলেছিলাম, চলো না জোনাকি পোকা দেখি।
তুমি দেখালে এক অমাবস্যার রাত।
বলেছিলাম,বৃষ্টিতে ভিজে ভিজে আইস্ক্রিম খাবো।
তুমি বল্লে আরে না,
ঠান্ডা লাগবে তার থেকে ভালো টংয়ের দোকানে চা খাই।
বলেছিলাম, একটা গান শোনাও না?
তুমি বল্লে বাঁশিতে নতুন সুর তুলেছি সেটা শুনো।
বলেছিলাম, চলো না কোথাও বসে একটু গল্প করি।
তুমি বল্লে আরেকটু হাঁটি, পথ এখনো অনেক বাকি।
২) বিমূর্ত
আমাকে অভিশাপ দিয়ে লাভ হবে না।
আমি আজন্মই অভিশপ্ত।
আমাকে ঘৃণা করে লাভ কি তোমার?
ঘৃণারাও আমা কে ঘৃণা করে না।
আমাকে কষ্ট দিলে আর কাঁদি না।
পুরো শরীর আমার ক্ষতবিক্ষত।
আমাকে ভয় দেখালে লাভ কি বলো?
হারাবার কিছু নেই যে আমার।
কেও ভালো না বাসলেও ক্ষতি নেই।
ভালোবাসা কি আমি তাই জানি না।
