জনগণের হাতে ঘটি
মাহাতাব উদ্দিন
দলদাসের ভীম্রজালে আটকে যায় রাজনীতি,
সবাই বসে গুনি তখন আত্মোন্নয়নের প্রীতি।
দাঁড়িওয়ালা খেয়ে যখন মোছ-ওয়ালারে বধে,
আমরা তখন ভীম্রি কাটি নীতির পদে পদে।
দলের নোঙর তলের মাটি কামড়ে কামড়ে খায়,
জনতার তাই পোড়ে কপাল নিত্য পণ্যের দায়।
সরকারি চাকুরেদের বাড়ে মাহিনা বারে বার,
জনতার যায় পিছনে বাঁশ করে টাকাকড়ি ধার।
দলের বাড়ে অর্থ-কড়ি গড়ে বিদেশ অট্টালিকা,
বেগমপাড়ার গল্প শোনে দেশের মানুষ বোকা।
একদল খায় এক যুগ ধরে দেশের তলা ফুটা,
অন্য দলের হাটে হাঁড়ি হাতে ধরালো লোটা।
জনগণের হাতে ঘটি — তবু আশা রয় অবিচল,
এই মাটির মানুষ জাগবে, গড়বে নবতর দল।
যেখানে নীতি হবে নেতা, রাজনীতি নয় দাস,
সেই দিনেই মিলবে মুক্তি, হবে সত্যের আভাস।
