এ শারদপ্রাতে
মহুয়া বাবর
শারদপ্রাতে রোদ্র ছায়ায়
মেঘ বলাকা উড়ে বেড়ায়
শুভ্র মেঘের রথে চড়ে
হঠাৎ করেই বৃষ্টি ঝরে
বৃষ্টিতে আজ পড়েনা দৃষ্টি
হয়না কোনো মহান সৃষ্টি
নদী কেড়েছে আগ্রাসিরা
ঘিরে আছে পাথর চোরা
পাহাড় কাটা শূন্যবনে
কবি থাকেন আনমনে
শিউলিঝরা বাগান বাড়ির
নজর পড়েছে দখলদারির
বাড়ি আর নেইকো বাড়ি
অট্রালিকায় শহর ভারি
আমেরিকার টাইম স্কয়ার
একই স্বপ্ন চোখে সবার
বিশ্ব কারো হাতের মুঠোয়
নিচ্ছে কেড়ে নানান ছুঁতোয়
দুঃসাহসী কাণ্ডারি যারা
দ্রুত হও হুঁশিয়ার তারা।
ছবি: ‘আজকের আকাশ’
মোবাইলে, ২৬ সেপ্টেম্বর ২০২৫, বারিধারা।