বুসানে জুলাই মেমোরিয়াল প্রাইজ জিতল কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’

বিনোদন

by protibimbo
০ মন্তব্য ৫০ বার পড়া হয়েছে

বুসানে জুলাই মেমোরিয়াল প্রাইজ জিতল কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদক জিতেছে কিরগিজিস্তানের চলচ্চিত্র ‘কুরাক’। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

banner

উৎসবের ‘ভিশন এশিয়া’ শাখায় প্রতিযোগিতা করা চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ‘কুরাক’কে জুলাই মেমোরিয়াল পদকের জন্য নির্বাচন করা হয়।

প্রসঙ্গত, সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তুকে উপজীব্য করে এ বছর থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়। ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কারের অর্থমূল্য দক্ষিণ কোরিয়ার মুদ্রায় এক লাখ ওন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কুরাক চলচ্চিত্রটি শুরু হয় ২০২০ সালের কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে নারীবিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুরুষদের হামলা ও পুলিশের গ্রেপ্তারে সমাবেশ ভেঙে যায়। সেখান থেকে কাহিনি প্রবাহিত হয় দুই তরুণী—গোপন ওয়েবক্যাম মডেল মীরিম ঐ সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে।

দুই তরুণীর গল্পের সঙ্গে মিশে যায় নারীর অধিকার আন্দোলন, প্রদর্শনী ও পারফরম্যান্স আর্টের আর্কাইভ ফুটেজ, যা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট তৈরি করে। নামের মতোই ‘কুরাক’ (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক বা জোড়াতালি) চলচ্চিত্রটি দেখায় কীভাবে ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর একত্রে মিলে নিপীড়নের প্রাচীর ভেদ করে গড়ে তোলে ‘বুলন্দ’ বা মহান আওয়াজ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs