৬০
শহীদি ঘ্রাণ বুকচেতিয়ে দেয় প্রাণ
এস এম শাহনূর
কেমন করে জানল সাঈদ
বৃথা যায় না রক্ত
দ্রোহের বারুদ ফাটিয়ে দিল
দুপুর বেলার অক্ত।
পথে পথে জীবন থামে
মিছিল থামায় সাধ্য কার?
বজ্রমুঠি উঁচিয়ে বলে,
সবাই না-কি রাজা’কার।
লাখো মায়ের ভালোবাসা
হাজার ভাইয়ের বলিদান
ঘোর কুপোকাত স্বৈরশাসক
প্রাসাদপুরী খানখান।
এস এম শাহনূর
১৬ জুলাই, ২০২৫ | ঢাকা