বাবা নেই বলে কি বাবা হারিয়ে যায়
সুরমা খন্দকার
বাবা নেই বলে কি
বাবা হারিয়ে যায়?
প্রতিটি নিঃশ্বাসে আজও থাকে —
নিদ্রা, অনিদ্রার ছায়া-মায়া ছায়ায়।
এ এক সুবিন্যস্ত মায়া,
যেন আমার পায়ের শব্দে
তোমার হাঁটার ছায়া।
ছায়া ছিলে তুমি —
আশ্রয় অযুত, নিযুত, শত…
হৃদয়ে তার চেয়ে ঢের ভালোবাসা,
যা শব্দে বলিনি যত।
তুমি নেই বলে
আজ আশ্বাসটা বড় বেশি ফাঁকা,
তোমার হাসিতে ছিল
আমার আশ্বাস-ভরসা মাখা।
তুমি ছিলে শক্ত এক দেয়াল,
আমি ছিলাম ঝড়ের পাখা,
তোমার ছায়াহীন আজ আমি
ভীষণ, ভীষণ একা।
আজ বাবা দিবস —
তুমি নেই,
তবু তুমি আছো
হৃদয়ের প্রতিটি কোণে।
বেঁচে থাকবে তুমি
জীবনের শেষ বিকেল,
কারণ তুমি ভাবতে আমায়
সবচেয়ে স্পেশাল।