২৪৬
বাংলা থেকে বাংলাদেশ
লুৎফুন নাহার সিরাজি
এমন মা আর কোথায় আছে বাংলা মায়ের মতো
যে মায়ের দামাল ছেলেরা ভালবাসে এতো!
ভাষা থেকে সৃষ্ট দেশ কোথায় পাবে তুমি?
কোন ভাষাতে সুধা পিয়ে হৃদয় যায় চুমি?
ছন্দরসে মাতাল করে কোন্ ভাষার শব্দকোষ?
এ যে বাংলা থেকে জন্ম নেয়া বাংলাদেশ!
ধন্য মায়ের ধন্যি ছেলে, ভাষার জন্য বিলিয়ে দিল প্রাণ,
বাঙলাকে উচ্চে তুলে সারা বিশ্বে করলো গরিয়ান।