রক্তিম বৈশাখ
মোহাম্মাদ কুতুবউদ্দিন।
নতুন ভোরে ফুটেছে ফুল জেগেছে সহস্র মুকুল
দীপ্ত আলোয় দিয়েছে উঁকি দেখ একুল-ঐকুল
জেগেছে তারুন্য প্রজন্ম ভিড়ে মুছে দিতে গ্লানি
নতুন দিনের শপথ তুলে “গায় সাম্যের বাণী”।
আধারের ফটক ভেঙে তারা গড়েছে আলোর তৌরন
জনতার স্রোতের সহস্র দেয়াল করেছে আজি বরন
বিভেদের বাঁধ চূর্ণ করে এঁকেছে সম্প্রীতির ক্যানভাস
সেই শপথের দারাজ আওয়াজ ছুটে যায় চারপাশ।
ন্যায়ের সংগ্রামে মুক্তির মিছিলে আজ সবাই সবার
রক্তিম বৈশাখে নব উদ্যমে চায় আপন অধিকার
নতুনের বিপ্লবে ভ্রাতৃত্ব নির্মাণে তরুণ দল দাড়িয়ে
স্রষ্টার রঙে সাজবে সকল মিলনের পল্লব পরিয়ে ।
১৪-০৪-২০২৫ ইং