রেড টাইমসের প্রধান সম্পাদক সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক কর্মী সৌমিত্র কুমার দেব (টিটু) আর আমাদের মাঝে নেই। চলে গেছেন না ফেরার দেশে।
তিনি এজমা- শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ইং সকালে ঢাকাস্থ খিলক্ষেতের লেকসিটির বাসায় শারীরিক ভাবে অসুস্থ হলে তাঁর স্ত্রী পলা দেব সকাল ৯.৩০ মিনিটের সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তখন মৃত ঘোষণা করেন।
টিটুর মরদেহটি নিয়ে মৌলভীবাজারের পথে ১১ টা ১৫ মিনিটে রওয়ানা করা হয়েছে। প্রথমেই মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থান করা সহ
ফরেস্ট অফিস রোডস্থ তাঁর নিজস্ব বাসস্থান “দেব ভবন” এ সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে ৭:৩০ মিনিট পর্যন্ত রাখা হবে। তারপর মৌলভীবাজার শশ্মানঘাটে তাঁর
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
তাঁহার অকাল প্রয়াণে ইউকে বিডি টিভি ও ওয়েলস বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
দৈনিক মানবজমিন পত্রিকার সাবেক সহ-সম্পাদক
জালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিপ্লবী সাহসী সৈনিক, সত্য কথা বলতে গিয়ে অনেক হামলা – মামলার শিকার হওয়া এই কলমি যোদ্ধা, প্রায় ৪০টি গ্রন্থের জনক, সাহসী সাংবাদিক, মুক্তবুদ্ধি, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এবং সত্য ও সুন্দরের পক্ষের একজন নির্ভিক সাংবাদিক ছিলেন। তিনি
মৌলভীবাজার শিল্পকলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পর্যায়ে সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।
৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর বাংদেশে অবস্থান করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সরব উপস্থিতি ছিল নজরে পরার মতো,
গত ১৯ অক্টোবর ২০২৪ সরকার ৭ মার্চ ও ১৫ই আগস্ট সরকারি ছুটি বাতিলের দাবিতে ক্রিয়েটিভ রাইটার্স এসোসিয়েশনের ব্যানারে ঢাকাস্থ প্রেসক্লাবে মানববন্ধন করে প্রতিবাদ জানাতে গেলে তিনি ও কিছু লেখক প্রতিপক্ষের হামলায় তিনিসহ কয়েকজন আহত হন।
তারপরেও তিনি থেমে থাকেননি। তাঁর সংগ্রাম অব্যাহত ছিলো। সমসাময়িক ব্যাপার নিয়ে তিনি ছিলেন সচেতন।
সৌমিত্র দেব কুলাউড়া উপজেলার উচাইল গ্রামের জমিদার পরিবারের কৃতি সন্তান । তার ছাত্রজীবন কেটেছে মৌলভীবাজার জেলা শহরে। এখানেই তার বেড়ে উটা। জেলা শহরের সৈয়ারপুর তার বাবার বাসা রয়েছে। মৃত্যুকালে তার স্ত্রী পলা দেব ও একমাত্র ১২ বছরের ছেলে,তিন বোন সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।
তিনি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠা কালিন সভাপতির দায়িত্ব পালন করেছেন।
৯০ এর দশকের শুরুতে “আমি সেই মাতাল যুবক’ তার প্রথম কবিতার বই বেশ আলোচিত হয়।
কবি সৌমিত্র দেব কবি সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। এক সময়ের ছাত্র ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন।
এছাড়াও তিনি সৈয়দ মুজতবা আলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিপ্লবী লীলা নাগ স্মৃতি পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
কবি , সাহিত্যিক, সাংবাদিক সৌমিত্র দেব টিটু আর দেখা যাবে না টিটুকে কাধে চটের ব্যাগ নিয়ে হাতে বই নিয়ে হাটতে, কিংবা ম্যানেজার স্টলে বসে একটু আড্ডা দিতে, বা তার সাথীদের নিয়ে মাঠে বসে গল্প করতে, মাঝে মাঝে শিল্পকলা একাডেমীতে যাওয়া। তবুও কবির ভাষায় বলতে হয় ” আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দিবো না ভুলিতে” মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো তোমাকে কখনো ভুলবে না।
আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন ঠিক কিন্তুু মৌলভীবাজার তথা বাংলাদেশের সাংস্কৃতিক ও সাহিত্যিক অঙ্গনে এই নামটি চির স্বরনীয় হয়ে থাকবে
যেখানেই থাকুন, ভালো থাকুন। আত্মার শান্তি হোক এ প্রার্থনা রইলো।
না ফেরার দেশে রেড টাইমসের সম্পাদক, সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক কর্মী সৌমিত্র কুমার দেব (টিটু)
সাহিত্য
২২