কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ-এর কবিতা: ফারহান মানেই বাংলাদেশ

পদ্য সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৯১ বার পড়া হয়েছে

ফারহান মানেই বাংলাদেশ
।। এবিএম সোহেল রশিদ।।

ফারহান ফাইয়াজ আমার প্রতিবেশী
অথচ কেউ কাউকে চিনতাম না-
উঁচু ভবনে ঠাসাঠাসি, থাকতাম পাশাপাশি!
সে একজন কালজয়ী প্রতিনিধি
বুকে থইথই দেশপ্রেম, আমি তা জানতাম না।

ওর সাথে আছে আমার একটা আত্মিক সম্পর্ক
এ নিয়ে নেই কোনো অযথা বিতর্ক
আমি শহিদের সন্তান, আর ও নিজেই শহিদ, সূর্য সন্তান।

সবার মতো আমিও যেদিন জানলাম ওর অবদান
সেদিন থেকে ফারহান মানেই বাংলাদেশ!
বৈষম্য মুক্তির সুতীব্র আহ্বান।

থাক! এইসব ভালোবাসাবাসি
আসল কথায় আসি
দুজন দুপথে পা বাড়ালাম
এমনই এক আগুন মিছিলে আমিও ছিলাম
না, ওর সাথে হয়নি দেখা
ও যে বীর, ওর হাতের মুঠোয় সুবর্ণরেখা।

চব্বিশের আঠারো জুলাই, ধানমন্ডি সাতাইশ
দুপুরের বিপক্ষে দুপুর, প্রতিবাদের নূপুর, খামোশ স্বৈরাচার
মিছিলের উত্তাপ আর রোদের সংলাপ একাকার
শহিদ আবু সাঈদের বিসর্জন, মিছিলের অন্তর্নিহিত শক্তি
কিশোর উত্তীর্ণ কণ্ঠ! চায় বৈষম্যের মুক্তি
বঞ্চিতদের জন্য পথে পথে তারুণ্যের প্রলয়
হায়নার থাবায় রক্তাক্ত বাংলাদেশ, উত্তাল সময়।

‘কোটা নয় চাই মেধা’ মুখে মুখে এই একটাই দাবি
হয় মানবি নয় পালাবি
ভেদাভেদহীন লালসবুজ পতাকা চাই!
সাম্য ও সম্প্রীতির জন্য হোক বুদ্ধিদীপ্ত লড়াই
বিভাজনের কোনো প্রশ্রয় নেই, চাই ঐক্যের আহ্বান
ফারহান, পথের বাঁকে একতারায়, বৈষম্য মুক্তির গান।

ফ্যাসিস্ট মানেই জল্লাদ! তার প্রতিটি কৌশল মৃত্যুফাঁদ
ক্যাডবেরি চকলেট মুখে, বসে থাকেনি প্রজন্মের প্রতিনিধি
মিছিলের কণ্ঠ হয়ে জ্বলে উঠেছে সে, এ এক আগুনঝরা প্রতিবাদ।

কচি মুখ, হৃদয়ে আঁকা স্বপ্নগুলোর চায় বাস্তবায়ন-
জ্বলে ওঠে চোখ, ফুঁসে ওঠে বুক, পেশীতে বিমূর্ত উচ্চারণ-
‘মেধা যদি না-ই লাগে কাজে, কী লাভ বেচে
আমি দাবির মিছিলে, রক্ত নেবে? যতখুশি নাও সেঁচে
অনিয়মের জাল ছিঁড়ে, ছাত্র-জনতা আজ রাজপথে
এভাবে চলতে পারে না দেশ, রাষ্ট্রযন্ত্রের দুষ্ট ক্ষতে।’

নিশ্চিত মৃত্যু, ছোবল মারছে অবিরত
স্নাইপার রাইফেলের লকলকে জিহ্বা, রক্ত চায় আর কত?
কেড়ে নিচ্ছে অকুতোভয় প্রাণ, থামাতে চায় অধিকারের স্লোগান
একজন শহিদ হলে, বুক পেতে দাঁড়ায় দলে দলে
দেশপ্রেম হয় না নিঃশেষ! এ এক বীরের বাংলাদেশ।

ঢলে পড়লো ফারহান
‘পতাকার লাল চায় নতুন সকাল’ বিগব্যাং আহ্বান
তীব্র শোকে, সূর্যটাও ঢলে পাড়ে পশ্চিমাকাশে
জানে না ফ্যাসিস্ট, আন্দোলন কখনো থামে না লাশে
স্টেথোস্কোপ হাতে ডাক্তার
ভেজা কণ্ঠে জানায়, ফারহান ইতিহাসের অংশ এবার।

এমন দিনে নাকি কাঁদতে নেই
মিছিল আগুয়ান; পিছু হটতে নেই
ঝরে গেল মেধা, চলে গেল মুষ্টিবদ্ধ হাত
জানে তার মমতাময়ী মা, মৃত্যু আর শহিদে কতটুকু তফাত
মৃত্যুগুলো ফুল হয়ে ফুটুক! ভুলগুলোর হোক অবসান
ফারহান মানেই বাংলাদেশ! আমার পতাকার সম্মান।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs