১০৪
অচেনা পথিক
জেরিন বিনতে জয়নাল
হয়তো ভালোবাসা হারিয়ে যায়
তবে রয়ে যায় অনুভূতি।
হঠাৎ দেখা অজানা মানুষ হয়ে
মনে পরে যায় মলিন কিছু স্মৃতি।
হাস্যোজ্জ্বল কিছু মুহূর্ত,অম্লান হাসি
সবার আড়ালে চোখে হারানো,
চোখের ইশারায় বোঝানো, ভালোবাসি।
টুকটাক কথা, কাজের বাহানায় কাছে আসা
দুষ্টু মিষ্টি খুনসুটি, সময় অসময়ে।
সময় পেড়িয়ে যায়, দূরত্ব যায় বেড়ে
সুমধুর স্মৃতিগুলো হারিয়ে যায় ধুলোর আড়ালে।
আমাদের গল্প লেখা যে ডায়রীতে,
তা পরে রয় স্টোররুমের এক কোণে।
আচমকা ডাকে সম্বিত ফিরে পেয়ে
এক চিলতে হাসির বিনিময়,
আবারও অচেনা হয়ে দু’জন দু’জনার পথে।