মোস্তফা জামান আব্বাসী ও আসমা আব্বাসীর স্মরণে : স্মৃতিচারণ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
গত ১৬ই জুলাই ২০২৫, বুধবার, গোধূলি লগ্নে ঢাকাস্থ জাতীয় জাদুঘরে “কবি সুফিয়া কামাল মিলনায়তনে” আব্বাস উদ্দিন কেন্দ্রীয় স্মৃতি সংসদ-এর উদ্যোগে পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী ও বিশিষ্ট লেখিকা অধ্যাপক আসমা আব্বাসীর স্মরণে স্মরণসভা, দোয়া ও সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
প্রথমে পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, মহাপরিচালক, জাতীয় যাদুঘর: মোহাম্মদ ফরহাদ সিদ্দিক, সাবেক সচিব ও কথাসাহিত্যিক : হাসনাত আবদুল হাই, সংগীতশিল্পী : ডা: অরুপ রতন চৌধুরী, অন্যান্য বরণ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন
সংগীতশিল্পী এস এম আমজাদ হোসেন দীপ্তি, আলোকিত কবি শাহীন রেজা, কবি ও সম্পাদক সৈয়দ নূরুল হুদা রনো, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ঝর্ণা রহমান, কবি মোজাফফার বাবু, কবি ও সম্পাদক আবুল খায়েরসহ অনন্য গুণীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও আব্দুল মোনেম লিমিটেডের ব্যাবস্হপনা পরিচালক, এএসএম মাঈনুদ্দিন ।
সঞ্চালনায় ও নিরদেশনায় ছিলেন: কবি প্রকৌশলী মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব সরকার মাহবুব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশ বরণ্য শিল্পীরা ভাওয়াইয়াসহ মরমি সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এএসএম মাঈনুদ্দিন গঠনমূলক, প্রাণবন্ত আলোচনা ও কবি সরকার মাহবুব অসাধারণ স্বরচিত কবিতা পাঠ করেন।
সবার উপস্থিতিতে ” স্মৃতিতর্পণ ” অনুষ্ঠানটি প্রাণবন্ত মনোহর হয়।
_______________
কবি মোজাফফার বাবু
প্রতিবেদক।