২০৭
মূল্য
সাইফ মাহমুদ মাসুম
কন্যা, তুমি ভাবছো বসে একা,
ভালোবাসা ফেলেছ বুঝি জলে।
বেদনা সহে ফুল ফুঁটালে,
মূল্য কি তার পেলে।
প্রিয়া, তুমি ভাবছো বসে একা,
প্রাপ্তি তোমার ঝুলে গেছে
দিয়ে যাবার ভারে
মূল্য কি তার পেলে।
তোমার মূল্য আমার কাছে,
দেখেছি কত বিনিময়ের ছাঁচে।
খুঁজেছি যত কাব্য- উপন্যাসে,
মূল্য শুধু মুচকি করে হাসে।
নদীর কাছে গিয়েছিলাম,
বলল সে দু হাত তুলে,
ফিরিয়ে দাও উল্টো দিকে
আমার যত স্রোত
তবুও বাকী মূল্য শোধ।
পাহাড় দেখি কলকলিয়ে,
কান্না জুড়ে দিল।
বলল সে গানেগানে
ঘুর না আর পাহাড় পর্বতময়,
ভালোবাসার মূল্য শুধু ভালোবাসায় হয়।