মন ছুঁয়ে যায়। গল্প। কামাল কাদের

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৭০ বার পড়া হয়েছে

মন ছুঁয়ে যায়
কামাল কাদের

চৈতালি এবং কাকলী দুই সহোদর বোন। বাবা-মার  সাথে পূর্ব লন্ডনে থাকে। ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল চলছে। চৈতালি সদ্য লন্ডন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক পাস্ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে “গ্রাজুয়েট ট্রেইনী” হিসাবে নিয়োগ পেয়েছে। চাকরীতে যোগ দেবার আগে  তার  ইউরোপের কোনো এক দেশে ঝটিকা সফর করার আগ্রহ জাগলো। সেই সাথে ছোট বোন কাকলীকে তার  সফরের সাথী হবার প্রস্তাব করলো। কাকলী এক কথায় রাজী। কাকলী এ-লেভেল রিজাল্টের অপেক্ষায় আছে। মাস খানিক পর রিজাল্ট বের হবে। এদিকে মেয়ে দুটি একসাথে ভ্রমনে বের হবে জেনে তাদের মা-বাবা অনেকটা চিন্তামুক্ত হলো এই ভেবে যে, বিদেশে কোনো বিপদ -আপদ হলে একজন  আরেকজনকে  দেখে শুনে রাখতে পারবে।
ইন্টারনেটে  খোঁজাখুঁজির পর পূর্তগালের রাজধানী লিসবন শহরে  ৫ দিন সফরের একটা ভালো অফার পেয়ে গেলো। বেশ ,আর কি ? ঝট-পট করে ভ্রমণের  তারিখ ঠিক করে টিকেট কিনে ফেললো। নির্ধারীত দিনে তারা লন্ডন থেকে বিকেল বেলায় লিসবনে পৌঁছালো। এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি  নিয়ে সোজা হোটেলে। হোটেলে পৌঁছে কিছুক্ষন বিশ্রাম নিয়ে লন্ডনে বাবা-মাকে ফোন করতে যেয়ে দেখলো , মোবাইল ফোন চার্জ করার জন্য ইউরোপীয় দেশগুলিতে যে “two  point plug” প্রয়োজন সেটা ভুলে সাথে করে নিয়ে আসা হয়নি। বিরাট এক সমস্যায় পড়ে গেলো। হোটেলে রিসেপ্শনে গিয়ে তাদের এই সমস্যার কথা জানালো। রিসেপশনিস্ট  অতি অমায়িক ভাবে  জানালো যে, তার জানামতে আসে পাশে এমন কোনো  জানা- শুনা দোকান নেই  যেখানে two point plug  পাওয়া যেতে পারে।  কথাটি শুনে চৈতালি এবং কাকলি অত্যান্ত  আশাহত  হলো । হোটেলের পাশেই ছোট্ট  একটা সুভেনিয়েরের  দোকান   চোখে পড়লো। সামনে এগিয়ে দেখলো ভিতরে দু ‘জন কর্মচারী। দেখে মনে হলো ইন্ডিয়ান। দু ‘জনই দেখতে চটপটে এবং সুবেশধারী। তবে সামনে দাঁড়ানো যুবকটি অন্য যুবকটির চাইতে বেশ সুদর্শন। চৈতালি সামনে দাঁড়ানো যুবককে ইংরেজীতে বললো, “আমরা দু ‘বোন ইংল্যান্ড থেকে এখানে বেড়াতে এসেছি, সাথে করে ইউরোপিয়ান দেশে ব্যবহার করার মতো two point plug  আনতে ভুলে গেছি ,আপনারা কি বলতে পারেন কোথায় two point  plug  পাওয়া যেতে পারে ?  আমরা সত্যিই ভীষণ সমস্যায় পরে গেছি “।  যুবকটি মৃদু হেসে  ইংরেজীতে জানালো,” অরে ম্যাডাম, এটা কোনো  সমস্যাই না, আমাদের দোকানেই two point plug  রয়েছে ।  “আমাদের বাঁচালেন ভাই,” চৈতালি হাঁফছেড়ে  বললো। তারপর জিজ্ঞাসা করলো,” কত দাম দিতে হবে?
– ‘ছয় ইউরো’, পিছনে কাউন্টারে বসা যুবকটি দাম জানালো। দাম শুনে কাকলী বাংলাতে চৈতালিকে বললো,” বুবু ,ইংল্যান্ডের চাইতে মনে হয় দাম বেশী চাইছে।
– ওসব কথা বাদ দে, পেয়েছি এই তো যথেষ্ট। ওদের দু’জনার বাংলায় কথাবার্তা শুনে  সামনে দাঁড়ানো যুবকটি অবাক হয়ে বললো, ” ম্যাডাম, আপনারা বাঙালি, আমরা তো ভেবেছিলাম আপনারা অবাঙ্গালী ইন্ডিয়ান “।  কথাটি শুনে চৈতালিও বললো ,” আমরাও ভেবেছিলাম আপনারাও অবাঙালি ইন্ডিয়ান। “তারপর সবাই মিলে   হাসিতে একাকার!
– যদি কিছু মনে না করেন ,আপনারা কি বাংলাদেশ থেকে এখানে বেড়াতে এসেছেন?
– আমরা ইংল্যান্ড থেকে এসেছি ,আমাদের মা- বাবারা বাংলাদেশী আর আমরা ছোট বেলা থেকে ইংল্যান্ডে বেড়ে  উঠেছি। একটু জড়তা নিয়ে প্রথম যুবকটি বললো,” আমার নাম বিভাস, চেনা জানা সবাই আমাকে  “বিভু” বলে ডাকে।  কোনো কিছুর প্রয়োজন  হলে আমাদেরকে জানাবেন। আমরা দু’জনে বাংলাদেশের লোক।  আমাদের মনিব একজন বিত্তশালী ইন্ডিয়ান। উনার এ দেশে  এ রকম কয়েকটি দোকান রয়েছে। কথাগুলি বলে বিভু পিছনের দিকে মুখ ঘুড়িয়ে কাউন্টারে বসা যুবকটিকে বললো ,”  “মুকুল দেশের লোক, ‘এক ইউরো’, কমিয়ে দাও। তারপর চৈতালির দিকে তাকিয়ে একটু বিনয়ের সুরে বললো,” ম্যাডাম আমরা দোকানের মালিক হলে আরো দাম কমিয়ে দিতে পারতাম”।
– না না, কেন আপনারা অনর্থক নিজেদেরকে অপরাধী ভাবছেন। আপনারা আমাদেরকে যা উপকার করলেন তাতেই আমরা সন্তুষ্ট। সেদিন এ ভাবেই একে  অপরের সাথে পরিচয় পর্ব শেষ করে বিদায় নিলো।
দুদিন পর সকালে  চৈতালি এবং কাকলীর সাথে বিভুর দেখা হলো দোকানের সামনে। বিভু  তাদেরকে দেখতে পেয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো,” ম্যাডাম,  লিসবন শহর ভ্রমণ কেমন  লাগছে?”
– খুবই সুন্দর শহর। গতকাল গিয়েছিলাম এক বিখ্যাত প্রাচীন গির্জা দেখতে। গির্জার নামটি শুনে বিভু জানালো,” হাঁ, ওটা একটি ঐতিহাসিক গির্জা, যা ‘ইউনাইটেড নেশন ‘দ্বারা স্বীকৃত”।
– শুক্রবার দিন আমরা ইংল্যান্ডে ফিরে যাচ্ছি, ভাবছি আর কোথায়ও  ঘুরাঘুরি  করা যায় কিনা।
– ম্যাডাম, সাগরের প্রতি আপনার কোনো আকর্ষণ আছে কি?
– আরে , আমাকে ম্যাডাম ,ম্যাডাম করে সম্বোধন করছেন কেন? আমার নাম চৈতালি, চৈতালি নাম ডাকলে বরং আমি খুশি হবো।
– বেশ, তবে তাই হবে। এখন বলুন যাবেন কি সাগর দর্শনে? পরশু আমার ছুটির দিন। রাজী থাকলে এখানকার  এক নামকরা সমুদ্র সৈকতে আপনারদেরকে নিয়ে যেতে পারি। আটলান্টিক মহাসাগরের উপকূলের বাণিজ্যিক শহর। নাম তার ‘ক্যাশ কে ‘ লিসবন থেকে প্রায় ১৯ মাইল দূরে। প্রাকৃতিক সৌন্দের্য্যে ভরপুর। নিরাশ হবেন না।
– বলেন কি! নিশ্চয় যাবো, এমন সুযোগ কি সব সময়ে আসবে?
– তাহলে আর দেরী কেন! কথা রইলো, পরশু সকাল নয়টায় এই হোটেলের সামনে দেখা হবে।
কথামতো সকাল নয়টায় সবাই মিলে বেড়িয়ে পড়লো সাগর দর্শন করতে। প্রথমে পাতাল ট্রেনে, পরে ওভারগ্রউন্ড ট্রেন ধরে santry  নাম এক শহরতলিতে এসে পৌছালো।এই শহরটিতে রাজপ্রাসাদ রয়েছে। সেখান থেকে  ঘন্টাখানিক ঘুরা ফেরা করে অন্যাণ্য  যাত্রীদের সাথে ‘ক্যাশ কে’ সামুদ্রিক শহরের উদ্দেশে  রওয়ানা  হলো। যখন শহরটিতে তারা পৌছালো তখন শহরটির অপূর্ব সৌন্দর্য দেখে চৈতালি এবং কাকলী বাক হারা, মনে হলো কোনো এক স্বপ্ন রাজ্যে এসে পড়েছে। দূরে নানাধরনের জাহাজের আনাগোনা চলছে , সাগর জলে কেউ  সার্ফিং করছে ,সাগর সৈকতের আসে পাশে একদল লোক গল্ফ খেলছে ,আবার অনেকেই সাগর সৈকতে হাটা হাটি , ছুটা ছুটি ,খেলাধূলা করছে। এরই মাঝে দুপুরের খাওয়ার সময় ঘনিয়ে এলো। কাছেই নানা রকমের রেস্টুরেন্ট রয়েছে। সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে সমুদ্রের তাজা মাছ ভাজা আর তার সাথে ‘পটেটো চিপস’ খেয়ে নিলো। খাওয়া শেষ করে চৈতালি বিভাসকে বললো,” চলুন মিস্টার বিভাস , সাগর সৈকতে কিছুক্ষন বেড়িয়ে  আসা যাক ।  এতো সুন্দর পরিস্কার রুপালি বালিতে হাটতে মন  চাইছে “। বিভাস তো এ ব্যাপারে এক পায়ে খাঁড়া,বললো ” নিশ্চয় ” ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs