বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

ঢাকা প্রতিবেদক:

by protibimbo
০ মন্তব্য ৯৮ বার পড়া হয়েছে

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The Hybrid of Culture’–এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় কচিকাঁচার মেলা মিলনায়তনের তৃতীয় তলায় এ আয়োজন করে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুহুম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এ.বি.এম. সোহেল রশীদ এবং উদ্বোধক ছিলেন নন্দিত কবি ও গবেষক, জাতীয় দৈনিক ‘ঐশী বাংলা’র সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।

বিশেষ আলোচক ছিলেন ছড়াকার আতিক হেলাল, আজীবন সদস্য বাংলা একাডেমি; এবং মোসলেহ উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী গ্রীনল্যান্ড সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংস্থা।

banner

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল হক বাবু, প্রফেসর ইউনুস মোল্লা (কলকাতা), প্রফেসর ড. আলহাজ্ব শরীফ সাকি, কবি অরুণা বেগম, ব্রিগেডিয়ার হাওলাদার, ডা. আব্দুল হাকিম, জহিরুল হক বিদ্যুৎ, নেক পারভিন লায়লা চিত্রা ও বি.এম. আরিফ হোসেন মিটু।

কবি মাসুম মুহতাদীর প্রাণবন্ত সঞ্চালনায়- সংবর্ধনা ও প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক কে এম সফর আলী, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।

বক্তারা নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন এবং শিল্পকলা একাডেমিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংকলন ‘দ্য হাইব্রিড অব কালচার’–এর মাধ্যমে বাংলা সাহিত্যকে বৈশ্বিক পরিসরে পরিচিত করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs