কানাডা সাহিত্য উৎসব ও বাঙালি লেখকদের মিলনমেলা অনুষ্ঠিত।

জান্নাতুল নাইম, টরন্টো, কানাডা থেকে

by protibimbo
০ মন্তব্য ১২৭ বার পড়া হয়েছে

কানাডা সাহিত্য উৎসব ও বাঙালি লেখকদের মিলনমেলা অনুষ্ঠিত :

শেষ হলো ‘কানাডা সাহিত্য উৎসব’ (৩, ৪, ও ৫ অক্টোবর ২০২৫)। অনুষ্ঠিত হয়েছে টরন্টো শহরের বাইরে জিটিএ (GTA -Greater Toronto Areas) বলে ক্ষ্যাত মিসিসাগা শহরের সেলিব্রেশন স্কয়ারে যার সংযুক্ত এলাকা হলো মিসিসাগা সিটি করপোরেশন এলাকা বলে পরিচিত।

লেখক, অনুবাদক, ও গবেষক সুব্রত কুমার দাসের নেতৃত্বে এই উৎসবে সতেরজন বাংলাভাষী তথা বাঙালি লেখক ও কবিদের পর্বগুলো অনুষ্ঠিত হয় শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত।

পুরো এলাকাজুড়ে নানাবিধ সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যে আমাদের বাঙালি লেখকদের অংশগ্রহণ ঘটেছিল উল্লেখযোগ্য। ইভেন্ট ভ্যানু ছিল ৩০০ সিটি ড্রাইভ সেন্টারে। এই স্থানটি মিসিসাগা সিটি হলের আর্ট সেন্টার (Mississauga City Hall, Mississauga, ON L5B 3Y3) বলে পরিচিত যেখানে ফ্রি গাড়ি পার্ক করার ব্যবস্থা ছিল।

banner

নানান দেশের সাহিত্যবোদ্ধাদের উপস্থিতিতে এই উৎসবে যে সতেরজন লেখক অংশ নিয়েছিলেন তারা হলেনঃ সুব্রত কুমার দাস, আকবর হোসেন, সুজিত কুসুম পাল, চয়ন দাস, জামিল বিন খলিল, ড. জান্নাতুল নাঈম, ড. মমতাজ মমতা, মম কাজী, নিরঞ্জন রয়, রোকসানা পারভিন, রুমানা চৌধুরী, সামিনা নাসরিন চৌধুরী, শেখর গোমেজ, শ্রেয়সী বোস দত্ত, সুধীর সাহা, সৈয়দ ইকবাল এবং তাসমিনা খান।

লেখক, অনুবাদক, ও গবেষক সুব্রত কুমার দাসের নেতৃত্বে এই উৎসবে বাঙালি লেখক ও কবিদের পর্বগুলো অনুষ্ঠিত হয় সিটির আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে।

মঞ্চে ‘অভিবাসী লেখকের চ্যালেঞ্জ’ এর চতুর্থ পর্বে আমি ছিলাম সঞ্চালনায়। আর আমার আলোচনায় অংশগ্রহণকারী সম্মানিত লেখকেরা হচ্ছেন সুধীর সাহা , নিরঞ্জন রায় ও জামিল বিন খলিল।

অন্যান্য পর্বগুলো ছিল
এক.
‘কানাডায় বাঙালি লেখক’
অংশগ্রহণকারী লেখকঃ সৈয়দ ইকবাল, আকবর হোসেন, সুব্রত কুমার দাস
সঞ্চালকঃ সামিনা চৌধুরী

দুই.
‘বাঙালি কবিদের স্বরচিত পাঠ’
অংশগ্রহণকারী কবিঃ রূমানা চৌধুরী, শেখর গোমেজ, রোকসানা পারভীন
সঞ্চালকঃ চয়ন দাস

তিন.
‘বাঙালিদের কাছে কানাডার সাহিত্য’
অংশগ্রহণকারী কবিঃ সুজিত কুসুম পাল, শ্রেয়সী বোস দত্ত, মম কাজী
সঞ্চালকঃ তাসমিনা খান

চার.
আমার পর্বটি

এবং পাঁচ.
‘রবীন্দ্রনাথের গান’
শিল্পীঃ মমতাজ মমতা
সঞ্চালকঃ সুব্রত কুমার দাস

প্রতিটি পর্বই ছিল খুব সাবলিল ও বস্তুনিষ্ঠ। সবার আত্মবিশ্বাসী মনোভাব ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ ছিল এককথায় অনবদ্য। যদিও খুবই ভাল লেগেছে প্রতিটি পর্ব। মূলধারার সাথে বাঙালি লেখকদের সংযোগ সৃষ্টিতে এই অংশগ্রহণ নিঃসন্দেহে আশাপ্রদ ও ইতিবাচক ভূমিকা রাখবে ভবিষ্যতে।

উৎসবের বাঙালি কবি-সাহিত্যিকদের সেগমেন্টের আয়োজনের প্রধান ব্যক্তিত্ব ও প্রেরণাশক্তি সুব্রতদাসহ প্রচার সহযোগিতায় ছিলেন টিভি সাংবাদিক ও রিয়েল্টর মাহবুব ওসমানী (Mahbub Osmani Real Estate Team), মিডিয়া পার্টনার এন আর বি টিভি এবং আরো কিছু বাঙালি সুহৃদ স্পনসর। তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

 

 

সুধীর সাহা

দীর্ঘ ৩২ বছর ধরে কানাডাতে স্বপরিবীরে বসবাসকারী লেখক সুধীর সাহা ১৯৫৭ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। সুধীর সাহা, যিনি অধিক পরিচিত মেজর সুধীর সাহা নামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যরূপে আইনজীবি পেশায় নিয়োজিত ছিলেন।

সুধীর সাহা তার স্বভাবসুলভ প্রতিভা ছড়িয়ে বিমোহিত করেছেন বাংলাদেশ ও কানাডার বাঙালি সমাজকে। কালক্রমে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি একজন লেখক, গবেষক, ব্যবসায়ী, ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ, সমাজ সেবক এরকম অনেকগুলো বিশেষণেরই অধিকারী এই প্রথিতযশা ব্যক্তিটি।

সুধীর সাহা লেখালেখি নিয়েও ব্যস্ত থাকেন। ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য দৈনিক প্রত্রিকায় (যেমন দৈনিক ইত্তেফাক, যুগান্তর, ভোরের কাগজ, সমকাল, আমাদের সময়) তার লেখা প্রকাশিত হয়। তার লেখার অনেকটাই রাজনীতি এবং সমাজ সচেতনমূলক প্রবন্ধ। তার এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা মোট ২৫টা।
তাঁর ওয়েভসাইট sudhirsaha.com.

উল্লেখযোগ্য বইগুলো হলোঃ বিশ্বসভ্যতার ইতিহাস (world history of civilisation), আবাসযোগ্য পৃথিবী কতদূরে, গল্প নয় সত্যি, দায়মুক্তির বাংলাদেশ, এলোমেলো চিন্তা ভাবনা

 

 

জামিল বিন খলিল
জামিল বিন খলিল বাংলাদেশে সিলেটে জেলায় জন্মগ্রহণ করেন তবে তার বেড়ে ওঠা ও লেখাপড়া চিচাগং শহরে। আট বছর ধরে তিনি কানাডা আছেন। বর্তমানে একটি নন-প্রফিট organization এ কর্মরত আছেন তিনি।

‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’ – কবি জীবনানন্দ দাশের এই কথার সাথে শতভাগ সহমত জামিল। কবিতা লেখার চেয়ে পড়া বেশি প্রিয় তার, আর তারচেয়ে বেশি প্রিয় আবৃত্তি শোনা। লেখালেখির ক্ষেত্রে প্রেম বা বিরহের বিষাদ ছাড়াও সমসাময়িক বিষয়, সামাজিক অসমতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু- এইসব বেশি টানে তাঁকে। কবিতা লেখা কিংবা কবিতার বই প্রকাশ শুধু নয়, সকল সৃজনশীল কর্ম ও চর্চায় তার প্রধান প্রেরণা হলো বন্ধুরা। মুলতঃ বন্ধুদের উৎসাহেই তার প্রথম কাব্যগ্রন্থ ‘ও আকাশ তুমি থামো’। দ্বিতীয় কাব্যগ্রন্হ হলো ‘সুবর্ণ পদাবলী’ প্রকাশিত হয়।
একদম স্কুলবেলা থেকেই শিশুকিশোর সংগঠন খেলাঘরের সাথে তিনি সম্পৃক্ত। কানাডায় এসেও গড়ে তুলেছেন ‘খেলাঘর কানাডা’ ও ‘আলো দিয়ে যাই’। এই শহরে তিনি সক্রিয় আছেন আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’-এর সাথে।

নিরঞ্জন রায়
২০০৬ সাল থেকে কানাডায় বসবাসরত লেখক নিরঞ্জন রায় পেশায় ব্যাংকার এবং সার্টিফাইড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিষ্ট॥ বাংলাদেশের সিরাজগন্জ দোলায় জন্মনেয়া এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে অনার্স ও মাস্টার্স করে বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রি লাভ করেন। ১৫ বছরধরে তিনি একাধিক বেসরকারী ব্যাংকে নির্বাহীপদে নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনেও উপপরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন এবং সরকারি কাজে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকা সফর করেন। কানাডায় এসেও তিনি ব্যাংকিং পেশায় নিয়োজিত হন এবং কানাডা থেকে CPA, CMA এবং আমেরিকা থেকে CAMS ডেজিগনেশন লাভ করেন। তিনি বাংলাদেশের একাধিক পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। “ডিজিটাল বাংলাদেশ এবং অনলাইন ব্যাংকিং” এবং “Banking – Developed World’s Perspectiv” তাঁর লেখা দুটো বই।

তিনি এই শহরে আন্তর্জাতিক risk management পেশায় নিয়োজিত আছেন।

জান্নাতুল নাইম

কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স এবং জাপানের বিশ্ববিদ্যালয়ে ডক্টোরেট ইন ইঞ্জিনিয়ারিং ও পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করে বর্তমানে কানাডার টরনেটো শহরে সিটি করপোরেশনে কর্মরত আছেন।

কবির একক কাব্যগ্রন্থ ‘কবি বাসনা’ ও ‘ঘুমন্ত রোদ্দুর’
এবং যৌথ কাব্যগ্রন্থ ‘রাঙামাটির রাজবাড়ি’ ও ‘জান্নাতি জুঁই’ যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সালে ঢাকা অমর একুশে বইমেলা ও কলকাতা থেকে প্রকাশিত হয়।

তিনি কবিতা লিখা ও পত্রিকায় লেখালেখির পাশাপাশি চার বছরধরে আবৃত্তি চর্চায় নিয়োজিত আছেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের অনলাইন প্লাটফরম “আবৃত্তিমেলার” সাথে।

___________________________________________

জান্নাতুল নাইম, টরন্টো, কানাডা থেকে।
বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫ ইং

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs