এখন সবকিছু স্পষ্ট
বিধান চন্দ্র রায়
এখন সবকিছু স্পষ্ট, স্বচ্ছ জলের মত
নিস্পিহ মুখে দেখি নিপুণ সমঝোতা,
বণ্টনের দৃশ্য
অবশিষ্ট থাকে না কিছুই আর,
অস্তাচলের পথ বেয়ে হেঁটে যায় বিষাদের ছায়া!
বিলীয়মান সময়ের হাতে অনিবার্য যত অনুভব
বিলীয়মান সময়ে দাঁড়িয়ে থাকা যত কথোপকথন
বিলীয়মান সময়ে দাঁড়িয়ে রুদ্ধ হয়ে যায় পথ !
চূড়ান্তভাবে প্রস্ফুটিত হয়ে ওঠা সকল পর্যবেক্ষণ,
অনাকাঙ্খিত দিগন্তে ধাবিত জীবনের উচ্ছাসে,
বিকশিত হয়ে ওঠা আনন্দ উত্তেজনা সব ফিকে
হয়ে আসে!
ক্ষীণ হতে ক্ষীণতর স্মৃতি ভ্রষ্টতায়
প্রচন্ড রাশভারি হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যের সকাল
চূড়ান্তভাবে নি:শেষ হওয়ার মোহ জালে
জর্জরিত এখন জীবন!
দাম্পত্যের গল্পে ভরা মধুময় দিন
স্বাচ্ছন্দ্যের সব সমারোহ
আনন্দ-উত্তেজনার সব সম্ভার, রঙটুকু নিংড়িয়ে
মধ্যগগন থেকে নেমে এগিয়ে যায় গহিন পাতালে
ধরিত্রি সীমায়!
__________
জগন্নাথপুর,ঢাকা
১৩.১০.২০২৫