কবি জেবুন্নেছা জেবু’র কবিতা: আশ্রয়
আশ্রয়
জেবুন্নেছা জেবু
মেয়ের প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয়
জীবিত থাকতেই তার প্রাপ্য হাতে তুলে দিতে হয়,
সময়ের সাথে বদলে গেছে মানুষের মন
হারিয়ে যাচ্ছে ভালোবাসা বিশ্বাস কৃতজ্ঞতা ঈমান।
এখন সম্পর্ক ভাঙে তুচ্ছ কারণে
স্বামী সন্তান ভাই-বোন দায়িত্ব যায় ভুলে,
তালাক অশান্তি বাড়ছে পরকীয়ার জন্য
বাঁচার আলো দিনে দিনে হয়ে যাচ্ছে ক্ষীণ।
যদি বাবা মা সম্পদ না দেয় জীবিতকালেই
সন্তানরা জড়ায় মারামারি মামলায়,
ভাই বোনের সম্পর্ক হারিয়ে যায় ধুলোয়,
বছরের পর বছর কলহ বাড়ে তিক্ততায়।
নারীর আশ্রয় কোথাও আজ নিরাপদ নয়
স্বামীর ঘর কিংবা ভাইয়ের ঘরে ও ভয়,
নারী নারীর জন্য হয়ে যায় বিপদ
অশ্রু আর দুঃখে হারিয়ে যায় জীবনের স্বাদ।
তাই প্রতিটি পিতা মাতা ভাবুন নতুন করে
মেয়ের অধিকার যেন বাঁচে তার জীবন ভরে,
বাবা মা ছাড়া মেয়েরা বড় অসহায়
একটি নিজের ঘর হোক কন্যাদের আশ্রয়।