কবি জাকিয়া রহমান-এর কবিতা: নীলাম্বরী যেন রক্তাম্বরী

পদ্য সাহিত্য:

by protibimbo
০ মন্তব্য ৬৮ বার পড়া হয়েছে

নীলাম্বরী যেন রক্তাম্বরী
-জাকিয়া রহমান

এই বিপন্ন মন পাখি উড়বে কোথায় আজ?
মনে হয় ওই খোলা আকাশটা বুঝি,
নীল রং শাড়ি ছেড়ে পড়েছে টকটকে রক্ত পরিধান-
নীলাম্বরী যেন রক্তাম্বরী!
আর তার ছায়ায় মাটির গন্ধ আজ
দূষিত পচা রক্তের গন্ধে আপ্লুত।
মাথা রেখে কোথাও অবারিত আশা আর স্বপ্ন দেখার-
কোমল শিথান হয়েছে কাঁটার যাতনা।
দূর দিগন্ত পানে চেয়ে দেখি
সাদা ধূসর মেঘের খেলা টেনেছে সমাপ্তি,
আর টপ টপ করে ঝরে করুণ কান্নার রোল-
ধূলি ধুসর সবুজ পাতায় যেন কর্দমাক্ত লেপন।
বিক্ষিপ্ত হয়ে উঠে নয়নের রেটিনা,
কটাক্ষ করে নীলাম্বরীর রক্তাম্বরী আঁচল!

____________________________

Limerick, Ireland

banner

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs