৬৮
নীলাম্বরী যেন রক্তাম্বরী
-জাকিয়া রহমান
এই বিপন্ন মন পাখি উড়বে কোথায় আজ?
মনে হয় ওই খোলা আকাশটা বুঝি,
নীল রং শাড়ি ছেড়ে পড়েছে টকটকে রক্ত পরিধান-
নীলাম্বরী যেন রক্তাম্বরী!
আর তার ছায়ায় মাটির গন্ধ আজ
দূষিত পচা রক্তের গন্ধে আপ্লুত।
মাথা রেখে কোথাও অবারিত আশা আর স্বপ্ন দেখার-
কোমল শিথান হয়েছে কাঁটার যাতনা।
দূর দিগন্ত পানে চেয়ে দেখি
সাদা ধূসর মেঘের খেলা টেনেছে সমাপ্তি,
আর টপ টপ করে ঝরে করুণ কান্নার রোল-
ধূলি ধুসর সবুজ পাতায় যেন কর্দমাক্ত লেপন।
বিক্ষিপ্ত হয়ে উঠে নয়নের রেটিনা,
কটাক্ষ করে নীলাম্বরীর রক্তাম্বরী আঁচল!
____________________________