চিরন্তনী শিক্ষকতা
আব্দুল কাদের জিলানী
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত — মাহেরিন
শোধ হবে না তোমার ঋণ,
শ্রদ্ধায় অশ্রুসিক্ত চোখ
জুলাইয়ের একুশ-
পুরো জাতিরই শোক।
দাউদাউ জ্বলছিল জেট ফুয়েলের লেলিহান শিখা,
তোমার অন্তরে ছিল মাতৃস্নেহের রেখা আঁকা।
ক্লাসরুমের ফ্যান, বেঞ্চ আর চেয়ার—
সব পুড়ে গেল, হয়ে গেল ছারখার।
তবু তুমি থামোনি, করোনি পিছু হটা,
দগ্ধ শরীরে নিয়েছো অন্তত কুড়ি প্রাণের দায়িত্বটা।
নিজের জীবনের মায়া না করে,
জীবন দিয়েছো শিক্ষার্থীদের তরে।
মাইলস্টোন- এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান,
তিলে তিলে গড়েছে তার সুনাম।
আমি গিয়েছিলাম সেদিন মাইলস্টোনের পাশে,
পথটা লাগছিলো বহু দূর — যা অন্যদিন হতো কাছে!
শিক্ষকতা পেলো এক নতুন মাত্রা,
এতটাই দুঃসহ ও ভয়াবহ ছিল তোমার শেষ যাত্রা……….
শিক্ষকতা পেশা পেলো এক নতুন সংজ্ঞা,
তোমার কর্মে ফুটে উঠলো তার সর্বোচ্চ রূপ-রেখা।
তুমি মহীয়সী, তুমি মহান মানবী—
শিক্ষকতার পবিত্র গর্ব- তুমি যেন চিরন্তনী।
উত্তরবঙ্গের মহীয়সী বেগম রোকেয়ার মতো
তোমার নাম-ধাম লেখা থাকে বই-পুস্তকে ততো।
শ্রদ্ধা জানাই তোমায়-
জানি না এই যন্ত্রণা কতদিন পোড়াবে আমায়!
১৮ কোটি বাঙালির হয়ে তুমি লড়েছো,
ইতিহাস তুমি গড়ে দিয়েছো –
জায়গা করে নিয়েছো মনের গহিনে।