৭০
আকাশ হলো মাটি
আবু জুবায়ের
আকাশটা ঠিক আকাশ নয়, আকাশ হলো মাটি
সেই মাটিতে ধীরে ধীরে তোমার সাথে হাঁটি।
তোমার ছায়া, আমার ছায়া, জড়িয়ে যায় ধুলোয়,
হাতের রেখায় হারিয়ে যাই, দূর গগনের ভুলোয়।
রোদের দিকে চোখ রাখো, মেঘের মতো চলো,
একটু খানি আলো ঢেলে নীল স্বপ্ন গড়ো।
আকাশ যদি নেমে আসে, বাতাস হবে সঙ্গী,
তোমার পাশে চলতে গিয়ে পেয়েছি এক বর্ণী।
এই মাটিতে গাছ জন্মায়, পাখি এসে বসে,
তোমার হাতে হাত রাখলেই ধুমকেতুরা খসে।
আকাশটা ঠিক আকাশ নয়, মাটির মতো নরম,
তোমার সাথে পথ চলাটা এই জীবনের ধরম।