একজন ফিলিস্তিনের আর্তনাদ। কবিতা। শেখ মনিরুজ্জামান শাওন

কবিতা

by protibimbo
০ মন্তব্য ২৮৯ বার পড়া হয়েছে

একজন ফিলিস্তিনের আর্তনাদ।
শেখ মনিরুজ্জামান শাওন

প্রভু তুমি কি অন্ধ?
নাকি নাস্তিকদের উজ্জ্বলতম আলো তোমাকে অন্ধত্ব করেছে !
নাকি তুমি সবই দেখতে পাও।
শুধু বিবেকের ঘরে দিয়েছ অনুভূতিহীন তালা ।
নাকি তুমি রক্ত স্নানে প্রতিদিন পবিত্র হও,
হেসে উঠো ফিলিস্তিনবাসীর আর্তচিৎকারে।

তোমার বন্ধুর পদোস্পর্শে পবিত্র ফিলিস্তিনের সুনীল আকাশে
বোমার আঘাতে আজ উড়ে বেড়ায় বারুদের সাথে নিষ্পাপ শিশুদের বিচ্ছিন্ন হাত, পা, মস্তক, মুন্ডহীন কোমল দেহ।
প্রভু ! সেই দেহে তুমি কি কথা বলো?
সেই নিথর দেহে প্রতিবাদের ভাষা কি তুমি বোঝ?
নাকি তুমি চির বধির! বদ্ধ উম্মাদ!
ভালোবাসে যারা তোমায়, তুমি ভালোবাসো তাদের ধ্বংস-যজ্ঞ।

ধর্মের নামে আধিপত্যে, জাতিতে জাতিতে,
ঐতিহাসিক ফিলিস্তিনের গাজা আজ বধ্যভূমি।
নিষ্পাপ রক্তের স্রোতে আনন্দ বহর ছুটে যায়
তোমার প্রিয় অত্যাচারিত জাতির।

banner

তোমার জাহের আর বাতেনে
মূর্খে আর মূর্খে চলছে মানুষ নিধনের খেলা।
প্রিয় পালিত পশুর চোখে মনিব হারানোর বাকরুদ্ধ ক্রোন্দন
আজ তোমার আরশ কি ভেজে না?

প্রভু তুমি কি দেখতে পাও?
কত বর্বর জাতির হাতে তুলে দিয়েছো গণবিধ্বংসী
মরণাস্র বানানোর সফল মন্ত্র।
দিয়েছো সকল সম্পদ, ভোগ-বিলাস, সৌন্দর্য,
তোমার নাম, গন্ধ, রস, যাদের মনের মধ্যে নেই ছিঁটে ফোটা।
যারা তোমার অস্তিত্বকে অস্বীকার করে।
তাদের দিয়ে করো নিশ্চিহ্ন, যাদের বুকের মধ্যে রয়েছে তোমারই নাম।

প্রভু! তুমি বোধ হয় থাকো নিমজ্জিত অন্ধকার সালতানা’তে!
যেখানে নিষ্পাপ শিশুরা খিলখিল করে হেসে উঠে না,
খেলা করে না, ভাঙা ভাঙা শব্দে তোমার সাথে কথা বলে না।
তা’না হলে তুমি বুঝতে পৃথিবীর বুকে কত মায়া।

প্রভু স্থির হয়ে নিমগ্ন চোখে চেয়ে দেখো
কাহাদের তুমি বানিয়েছো আরব বিশ্বের নেতা?
বাহিরেতে ধর্মের লেবাসধারী, ভিতরে মুনাফেক,
মুশরিক, ঈবলিসের চ্যালা।

তোমার পবিত্রতমস্থান দখল করতে যাযাবর ইয়াহুদী
চালায় গাজাবাসী’র উপর কত ভয়াবহ তান্ডব, নির্মম বর্বরতা।
ঐ লেবাসধারী, জুব্বাবাসী, ফতোয়াবাজ দেখেও দেখে না,
যেন চির অন্ধ! মনের মধ্যে বয়ে যায় তাদের ও যেন আনন্দ ঝরনা ধারা।

প্রভু! হয় তুমি এই পৃথিবীর জন্য নতুন সংবিধান লেখো।
যেখানে থাকবে না সন্তানের হঠাৎ মৃত্যু,
ভাতের প্লেটে বোমার আঘাতে উড়ে আসবে না
বৃদ্ধ পিতা-মাতার বিচ্ছিন্ন মুন্ডু, প্রিয়তমা’র পিয়ানো বাজানো প্রিয় হাত।
নয়তো বাজাও তোমার প্রলয় বাঁশি।
ধ্বংস হোক তোমার স্বেচ্ছাচারিত প্রেমের বাজার।
শেষ হোক তোমার রসায়ন রঙ্গলীলা।

প্রতিদিন একটু একটু মরার চেয়ে একদিনই মরবো সবাই,
তোমার সন্তুষ্টির আশায় ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs