ইরানের সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে গুলি করে হত্যা
ইরানের সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ শনিবার তেহরানে তাদের ওপর হামলা চালানো হয়। দেশটির বিচার বিভাগ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের বিচার বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আদালতের ভেতরে প্রবেশ করে বিচারপতিদের দিকে গুলি ছোড়ে এক ব্যক্তি। এ সময় দুই বিচারপতি নিহতের পাশাপাশি এক দেহরক্ষী গুলিবিদ্ধ হন। হামলাকারী ব্যক্তি পরে আত্মহত্যা করেন।
নিহতদের পরিচয় প্রকাশ করে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, বিচারপতিরা ছিলেন ধর্মীয় নেতা আলি রাজিনি ও মোহাম্মদ মোঘিসেহ। দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে কাজ করছিলেন তাঁরা।
হামলাকারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির জানান, বিচার বিভাগ গুপ্তচর ও সন্ত্রাসীদের শনাক্ত করতে গত বছর বড় ধরনের উদ্যোগ গ্রহণ করে। এতে শত্রুদের মধ্যে ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।