আরডিআরএস এক্স স্টাফ এসোসিয়েশন আয়োজিত RESA REUNION ২০২৫ অনুষ্ঠিত হলো রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ঢাকার বিএডিসি অডিটোরিয়াম, সেচ ভবনে অনুষ্ঠিত হলো RESA (RDRS Ex Staff Association)-এর পুনর্মিলনী। এর আগে গত বছর রংপুরে RESA-এর আয়োজন আমাকে রীতিমতো অভিভূত করেছিল—একটি NGO-এর প্রাক্তন কর্মীদের এমন উষ্ণ মিলনমেলা সত্যিই বিরল। শুধু বাংলাদেশেই নয়, নরওয়ে, কানাডা ও জার্মানিতেও আমাদের বিদেশি সহকর্মীরা এমন পুনর্মিলনী আয়োজন করেন, যা এই সংস্থার গভীর বন্ধন ও মূল্যবোধেরই প্রতিফলন।
স্মৃতিচারণ, লটারি, গান সবাই বেশ উপভোগ করেন। অনেক ব্যস্ততার মাঝেও সবাইকে নিয়ে এমন একটা মিলনমেলা সত্যি মনে থাকবে অনেক দিন।
প্রতিবেদক: শামসুল হক সুজা