আমাদের জীবন চিরস্থায়ী নয়। নিবন্ধ। ফারজানা ইসলাম

নিবন্ধ

by protibimbo
০ মন্তব্য ১৯২ বার পড়া হয়েছে

আমাদের জীবন চিরস্থায়ী নয়!
ফারজানা ইসলাম

জীবন এক রহস্যময় সফর, যার শুরু আছে, কিন্তু শেষ অনিবার্য।
আমরা প্রতিদিন নানা স্বপ্ন বুনে চলি, বড় হওয়ার, সফল হওয়ার, ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোর। অথচ সত্যিটা হলো, এই জীবন চিরস্থায়ী নয়। একদিন আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সেটাই অমোঘ সত্য।
প্রতিটি মুহূর্ত তাই অমূল্য। কারণ আমরা জানি না কখন এই পথচলা শেষ হয়ে যাবে। যাকে আমরা আগামীকাল ভাবি, সেটা হয়তো কখনো আসবে না। তাই জীবনের প্রতিটি ক্ষণকে ভালোবাসতে হবে, কৃতজ্ঞ হতে হবে, এবং ভালো কাজ দিয়ে নিজেদের সময়কে মূল্যবান করে তুলতে হবে।

অহংকার, হিংসা, লোভ এসবের কোনো স্থায়ী মূল্য নেই। দিনশেষে, মানুষ মনে রাখে আমাদের ব্যবহার, আমাদের ভালোবাসা। তাই চলুন, জীবনকে তুচ্ছ মনে না করে, প্রতিটি দিনকে অর্থবহ করে তুলি!

প্রেম দিই, ক্ষমা করি, সত্যের পথে হাঁটি। কারণ জীবন ক্ষণিকের, আর এই ক্ষণিক সময়েই আমাদের সার্থকতা লুকিয়ে আছে!

banner

লেখা : ফারজানা ইসলাম
লেখক ও গবেষক

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs