Let’s Do Shopping এর যাত্রা শুরু
উদ্বোধন হলো আরো একটি নারী উদ্যোক্তার শো-রুম: তামান্না ইসলাম মৌ-এর লেটস ডু শপিং। ঢাকার অদূরে কেরানীগঞ্জের কদমলতায় যার অবস্থান। একই ছাদের নিচে অনেক রকমের দেশি-বিদেশী প্রসাধনী সামগ্রী এবং নারী ও শিশুদের দরকারি পণ্যের বিপুল সমাহার।।
উদ্বোধক হিসেবে যারা উপস্থিত ছিলেন: চিপ গেস্ট, মডেল তানজিলা ইসলাম লিরা এবং স্পেশাল গেস্ট, মডেল অদ্রিজা আফরিন সিনথিয়া, মডেল ও ইভেন্ট প্লানার সাজুসহ এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নারী উদ্যোক্তা তামান্না ইসলাম মৌ জানান- এটা তার প্রথম আউটলেট, কাস্টমারদের সন্তুষ্টিই তার প্রধান লক্ষ্য। আগামীতে আরো আউটলেট করার ইচ্ছে আছে তার। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। সবার দোআ কামনা করেন।