আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে জাতীয় সম্মান—VSO ও UK International Development-এর Youth Climate Small Grant Award 2025 অর্জন করল ওএবি ফাউন্ডেশন

by protibimbo
০ মন্তব্য ৪৩ বার পড়া হয়েছে

তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫
ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে জাতীয় সম্মান—VSO ও UK International Development-এর Youth Climate Small Grant Award 2025 অর্জন করল ওএবি ফাউন্ডেশন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের তরুণ নেতৃত্বনির্ভর সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান ওএবি ফাউন্ডেশন অর্জন করল এক গৌরবময় আন্তর্জাতিক স্বীকৃতি। VSO এবং UK International Development কর্তৃক প্রদত্ত Youth Climate Small Grant Award 2025 এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছে সংগঠনটি।

ফাউন্ডেশনের পুরস্কৃত প্রকল্প “হলোগার্ডেন ঢাকা: বাংলাদেশের প্রথম হোলোগ্রাম ভিত্তিক জলবায়ু শিক্ষা ইনস্টলেশন” দেশের জলবায়ু শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে। উন্নত হোলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আধুনিক, আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ শেখার সুযোগ তৈরি করবে এই ইনস্টলেশন।

banner

ওএবি ফাউন্ডেশন সম্পর্কে

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ওএবি ফাউন্ডেশন সারা দেশে জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু অধিকার, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
সংগঠনের মূল ট্যাগলাইন “For a Just, Green, and Sustainable Bangladesh.”
তরুণদের নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ওএবি ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

ওএবি ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট আসাদুজ্জামান তুহিন বলেন -“এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ওএবি ফাউন্ডেশন প্রোজেক্ট পিচ জমা দিয়ে সফলভাবে ঢাকা বিভাগের বিজয়ী হয়েছে। আগামী বছরে ওএবি আরও নতুন প্রকল্প নিয়ে কাজ করবে, যা জলবায়ু শিক্ষা ও সবুজ ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।”

প্রোজেক্ট কো-অর্ডিনেটর (আইডিয়া এন্ড ইনোভেশন) ফারজানা আক্তার বলেন- “জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে ‘হলোগার্ডেন ঢাকা’ অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এটি দেশের জলবায়ু শিক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করি।”

ধন্যবাদ ও ভবিষ্যৎ পরিকল্পনা- ওএবি ফাউন্ডেশন জানায়, এই জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি সকল স্বেচ্ছাসেবক, অংশীদার, উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে জলবায়ু শিক্ষা, সবুজ প্রযুক্তি উদ্ভাবন, নেতৃত্ব গঠন এবং কমিউনিটি উন্নয়ন এই চার অগ্রাধিকারের উপর ভিত্তি করে বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs