৮২
শহীদ তিতুমীর
শেখ নুরুল ইসলাম সোহাগ
শহীদ তিতুমীর সত্যিই তুমি বীর
দেশের জন্য দিয়েছো প্রাণ দিয়েছো ভালোবাসা,
তুমিই দিয়েছো বাঙালীকে স্বাধীনতার আশা।
তোমার মতো বীরের রক্তে ভিজেছে দেশের মাটি
নারিকেল বাড়িয়ার বাশের কেল্লায় গড়ে ছিলে ঘাটি।
তুমিই দেশের শ্রেষ্ঠ সেরা দুঃসাহসী বীর
ভালোবাসার নাম তোমার শহীদ তিতুমীর।
