অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী’র কবিতা: মায়েরা কাঁদেন নীরবে
মায়েরা কাঁদেন নীরবে
— অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী (Manik)
মায়েরা কাঁদেন, কাঁদেন নীরবে—
চোখে জল নেই, তবু বুক ভেজে, ভোরের মতো নরম ক্লান্তিতে।
তারা চায় না উপহার, চায় না উৎসবের দিন,
শুধু চায় একবার— “মা, কেমন আছো?” এই সহজ প্রশ্নটা।
হজরত বড় পীর, মায়ের সেবায় কাটিয়েছেন নিঃশব্দ রজনী,
নবীজী বলেছিলেন— জান্নাত মায়ের পায়ের তলায়।
নেপোলিয়ন জানতেন, একজন মা মানেই জাতির শেকড়,
শেখ মুজিবের সংগ্রামের ছায়ায় ছিলেন তার মা।
তবু আমাদের সমাজ বলে—
“ভালো মা হতে হবে”, “সেরা মা হতে হবে”,
মায়েরা মানুষ নয়, যেন কোনও আদর্শ পাথরের মূর্তি।
তাদের অভিমান নেই, ক্লান্তি নেই— এমনই ভেবে বসে আছি।
আমার মা?
তিনি সেরা নন, দেবী নন,
তিনি মানুষ— তাঁরও আছে চাহিদা, দুঃখ, রাগ,
ভালোবাসা যেমন আছে, তেমনি আছে না-বলা কষ্ট।
আমি প্রতিদিন ভালোবাসি তাঁকে,
শাড়ি কিনিনি, ছবি দেই না, ক্যাপশনও লিখি না—
তবু প্রতিদিন রাতে, ফোন কানে নিয়ে বলি—
“আম্মু, আজ কী রান্না করেছো?”
তুই আছিস বলেই মানিক আজো মাটি ছুঁয়ে বাঁচে,
তোর হাসি মানেই আমার পৃথিবীটা ঠিকঠাক আছে।