নিয়ন্ত্রণে আসছে না চট্টগ্রামের কারখানার আগুন, ভেঙে পড়েছে ভবনের ছাদ

দেশজুড়ে

by protibimbo
০ মন্তব্য ১০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানায় বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ৫ নম্বর কারখানায় আগুন লাগে, পরে তা জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ভবনের ছাদ ধসে পড়েছে।

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে, কারখানার মধ্যে সুতা ও কাপড়জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। ধসে পড়া ভবনের অংশে ফায়ার সার্ভিসকে বিশেষ সতর্ক থাকতে হচ্ছে, কারণ আশপাশের ভবনগুলোও ঝুঁকিতে রয়েছে।

সিইপিজেড কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং ১ হাজার ৫০ জন শ্রমিক নিরাপদে ভবন থেকে বের হয়ে যান। তাদের মধ্যে কেউই আহত হননি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ভবনের ৮ তলার উপরের অংশ ধসে পড়ে। এরপর ধীরে ধীরে উভয় দিক থেকে ধসতে থাকে। সিইপিজেডের অভ্যন্তরের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

banner

এই অগ্নিকাণ্ডের কারণে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস আশপাশের ভবনগুলোকে রক্ষা করতে তৎপর রয়েছে এবং এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs