পথের সাথী
অ্যাডভোকেট এ.বি. সিদ্দিক
কষ্টে ভরা জীবন আমার কষ্টের সীমা নাই,
তবুও তোমার হাতটি ধরে পথ চলি সহসাই।
জীবন চলার পথটি কখনো হয়না যে মসৃন,
সেথায় থাকে দুঃখ ব্যাথা সুখ হাসি অমলিন।
মিছে কেন এত কর অভিমান কেন এত কথা কলি,
এমনি করেই পাড়ি হয় জীবনের অলি গলি।
শৈশব থেকে এই পরিচয় কৈশরে দুটি প্রাণ,
যৌবন কালে একই সুরে মোরা গেয়েছি প্রেমের গান।
সেই গানেরই একটি কলি মনের মাঝে বাজে,
ভালোবাসি ওগো তোমায় আমি সকাল দুপুর সাঁঝে।
সন্ধ্যাকাশের তারা হয়ে তুমি হৃদয়ে জ্বেলেছো আলো,
তাইতো তোমাকে এত ভালো লাগে তাই বাসি এত ভালো।
একটু আদর একটু স্নেহ একটু ভালোবাসা,
এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা।
এই কথাটি ধ্রম্নব সত্য জেনেছে জগৎ বাসি,
পৃথিবীর মাঝে তাই আজিকে এত ভালোবাসা বাসি।
এমনি করে কোন একদিন জীবনের হবে শেষ,
সবকিছু রেখে চলে যাবো সবে সেই নাফেরার দেশ।