৪৯
প্রাকৃতজ প্রেক্ষিত
– পলক রহমান।
সূর্য বোঝে না কোনো মৌসুমী কথা
বোঝে না পৃথিবীর কৌনিক ঘূর্ণন,
আকাশ বোঝে না বজ্রের হুঙ্কার
বোঝে না কোন্ মেঘে কত বর্ষণ।
.
রাত্রি চেনে না কোনো গৃহহীন মানুষ
চেনে না কোন্ তারা কখন যায় ঝরে,
চাঁদ চেনে না চাঁদনীর কোন চাঁদ মুখ
প্রেমের রসে কবি কেবল কাব্য করে।
.
সাগর বোঝে না নদীতে কে দিল বাঁধ
বোঝে না কোন নাবিক হারালো পথ,
তীর গোনে না কত ঢেউ হারালো গায়ে
গোনে না পর্যটকের হল কিনা বিপদ।
.
আমি বুঝি না বুক চিরে দেখানো প্রেম
বুঝি না তোমাকে কতটুকু ভালোবাসি,
শুধু বুঝি- তোমাকে ছাড়া এ জীবনে
বেঁচে থাকা অর্থহীন এক মৃত পরবাসী।
.
মৃত্যু খোঁজে না কে হারাল কার আপন
খোঁজে না কার বেঁচে থাকাই প্রয়োজন,
জন্ম নয় কোন শর্ত নির্দিষ্ট করে বাঁচার
তবু বেঁচে থাকার জন্য কত আয়োজন।
১৬ সেপ্টেম্বর, ২০২৫