নতুন কুঁড়ি ২০২৫-এর অডিশন শুরু

বিনোদন

by protibimbo
০ মন্তব্য ৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু

প্রতিভা অন্বেষণে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে।

বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সব অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিতসংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওইদিনের অডিশন সমাপ্ত হবে না। অডিশনের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপে অংশগ্রহণ করবে। এ-সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট থেকে জানা যাবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত। এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে দুটি শাখা : ‘ক’ শাখা (৬-১১ বছর) এবং ‘খ’ শাখা (১১-১৫ বছর)।

banner

ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ জেলা) এবং ঢাকা-২ (মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা)-এর আঞ্চলিক অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরায় অনুষ্ঠিত হবে। ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা)-এর আঞ্চলিক অডিশন ফরিদপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা জেলা) এবং ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর জেলা)-এর আঞ্চলিক অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা)-এর আঞ্চলিক অডিশন সিলেট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা জেলা)-এর আঞ্চলিক অডিশন রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা)-এর আঞ্চলিক অডিশন দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা জেলা)-এর আঞ্চলিক অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ জেলা)-এর আঞ্চলিক অডিশন বগুড়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা)-এর আঞ্চলিক অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলা)-এর আঞ্চলিক অডিশন যশোর শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা)-এর আঞ্চলিক অডিশন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলা) এবং বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা জেলা)-এর আঞ্চলিক অডিশন বরিশাল শিল্পকলা একাডেমিতে (পৃথক বুথ) অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার জেলা)-এর আঞ্চলিক অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা)-এর আঞ্চলিক অডিশন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা)-এর আঞ্চলিক অডিশন কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা)-এর আঞ্চলিক অডিশন নোয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

এছাড়াও ঢাকা বিভাগের বিভাগীয় অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা; ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমি; সিলেট বিভাগের বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমি; রংপুর বিভাগের বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমি; রাজশাহী বিভাগের বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমি; খুলনা বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমি; বরিশাল বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমি; চট্টগ্রাম বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs