সম্পদ বুঝ, জীবন বুঝ না
আবুল খায়ের
৩১-০৭-২০২৪
(মেট্রো রেল পরিদর্শনের শেষে হাসিনার মায়া কান্নার পরে, তার প্রতিবাদে এই ছড়া); যা ফেসবুকে পোস্ট আছে।
পিছমোড়া হাত বাঁধা আমার
চোখ-মুখটাও খোলা যায় না
শিরদাঁড়া ছিল খাঁড়া তাই তো
ঠিকানা হলো যে “ঘর আয়না”।
ইলিশ নিয়ে দিবে পানি
বলেছিল `শহীদ আবরার’
স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ
শিখিয়েছে প্রতিবাদ করবার।
আমার দেশ আমার অধিকার
কেড়ে নিল স্বৈরাচার
আমার ভাইকে মারলি ক্যান
গুলি করলি বারবার।
ওয়াসিম, ফারুক, ফিরোজ,
সাঈদ, মুগ্ধ, শাহজাহান
রক্তে ভেজা পবিত্র মাটি
রঙিন হলো যে আসমান।
বিবেকটাকে চুলোয় দিয়ে
চোখের জলে ছলনা
শত মায়ের বুক খালি হলো
নজর তোমার পড়ে না।
রক্ত খেয়ে শক্ত তুমি
মানুষরূপী হায়েনা
মসনদের নেশায় মগ্ন তুমি
সম্পদ বুঝ, জীবন বুঝ না।