১৪ বছরে পদার্পণ “সপক ফাউন্ডেশন”
গত ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, বিকেল ৪টায় উত্তরার ‘ক্যাফে এঞ্জেল ড্রপ, রুফটপ রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয় “সপক ফাউন্ডেশন” এর ১৪ বছরে পদার্পণে আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন : বৈশ্বিক কণ্ঠস্বর রেজাউদ্দিন স্টালিন (কবি, মিডিয়া ব্যক্তিত্ব)
স্বাগত বক্তব্যে: সাঈদা আজিজ চৌধুরী (নির্বাহী পরিচালক, সপক ফাউন্ডেশন)
প্রধান অতিথি: ড. জাহাঙ্গীর আলম রুস্তম (বিশ্বসেরা কবি, পরিবেশ বিজ্ঞানী)
প্রধান আলোচক: মো. নূরুল কাইয়ূম (ফারুক), সাবেক রাষ্ট্রদূত।
আলোচক:
কামরুল হাসান, (কবি, সহ-অধ্যাপক, ইস্ট-ওয়েস্ট ইনিভার্সিটি)
আমিনুল ইসলাম (কবি ও গবেষক)
জামসেদ ওয়াজেদ (সনেট কবি, সাহিত্যের পৃষ্ঠপোষক)
এবিএম সোহেল রশিদ (কবি, অভিনেতা)
মেজর পলক রহমান (কবি, গীতিকার, সংগীতশিল্পী)
লিজি আহমেদ (কবি, প্রাবন্ধিক, সংগীতশিল্পী)
বিশেষ অতিথি: ওয়াহিদা বানু (কবি, সাহিত্যিক, প্রতিষ্ঠাতা: অপরাজেয় বাংলাদেশ)
মনিরুল ইসলাম (কবি, শিক্ষাবিদ)
আসাদ কাজল (কবি, মিডিয়া ব্যক্তিত্ব)
এটিএম ফারুক আহমেদ (কবি, বীরমুক্তিযোদ্ধা)
ড. নাঈমা খানম (কবি, গবেষক)
কবি সুরমা খন্দকার, কবি ফারজানা ইসলাম, কবি অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান (শাওন), কবি অধ্যাপক অনিতা দাস, কবি রহিমা আক্তার রিমা, ইলোরা সোমা, কবি দেলোয়ার হোছাইন, কবি সাজেদুল ইসলাম সাজু, কবি শাহানা সিরাজী, কবি কুতুবউদ্দিন কবি মহুয়া বাবর, কবি ও প্রকাশক লিলি, কবি বিধান, কবি সাদ্দাম বিশ্বাস, কবি নূরুল হক, কবি লাবণ্য সীমা, কবি আফরোজা, নিশাত প্রমুখ।
সভাপতিত্বে: ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান (লেখক, সাবেক ভিসি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
গান, কবিতা ও আড্ডায় মনোরম কিছু সময় সকলে উপভোগ করেন, অনুষ্ঠানের শেষে সবাইকে ডিনার পরিবেশন করা হয়। আগামীতে আরো ব্যাপকভাবে মানবিক কাজে জনগণকে উৎসাহিত করার জন্য সবাইকে অনুরোধ জানান আলোচকগণ।
ছয়জন সাদা মনের মানুষকে সম্মাননা প্রদান করা হয়।
মনোনীত সাদা মনের মানুষগণ হলেন :
১) লেখক, ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু সৈনিক, কবি সামসুদ্দোহা, নীলফামারী।
২) লেখক, সাবেক ভিসি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান স্যার, জামালপুর।
৩) কবি, গীতিকার, লেখক, আবু আল কাসেম মোহাম্মদ ফেরদাউস স্যার, নোয়াখালী।
৪) সাবেক রাষ্ট্রদূত, সনেট কবি মোহাম্মদ নূরুল কাইয়ূম (ফারুক), ঢাকা।
৫) শিক্ষক, কবি মো. লুৎফর রহমান (লাল মিয়া), গাইবান্ধা।
৬) সাঈদা আজিজ চৌধুরী (নির্বাহী পরিচালক, সপক ফাউন্ডেশন)
সঞ্চালনায়: সংগঠনের প্রতিষ্ঠাতা/পরিচালক, আবুল খায়ের ও কবি অধ্যাপক অনিতা দাস।