ভালোবাসা ও বিশ্বাস
ফাতেমা হক মুক্তামনি।
ল্যাম্পপোস্ট যেমন জানে
ঐ রাজপথের ইতিহাস
তেমন আমিও জানি তোমার বৃত্তান্ত।
আমার জীবন পঞ্জিকার প্রতিটা পৃষ্টায়
যে আঁকিবুঁকি টানা আছে
সে হচ্ছে তোমাকে নিয়ে লেখা গল্প।
পুরনো দিনের গান যেমন চিনে
নির্মল সুরের মোহনা
তেমন আমিও চিনি তোমার শুভ্র মুখ।
আড়ালে আবডালে ও প্রকাশ্যে
তুমি আছো আমার
পুরো পৃথিবীজুড়ে।
লোকাল বাসের হেল্পার যেমন জানে
বাসস্টপের ইতিহাস
তেমন আমিও জানি
অতীতে তোমার কোথায় ছিল বসবাস।
নিশি রাতের আঁধার যেমন জানে
কৃষ্ণপক্ষের ইতিহাস
তেমন আমিও জানি
আমার প্রতি তোমার,
কতটা ভালোবাসা ও বিশ্বাস।