আমি তোমার দিওয়ানা
মোহাম্মদ শাহ্ আলম
ষড়রিপুর ছলনাতে হয়েছি আমি বিপথগামী
অচেতনে ভুলে আমি কাঠগড়ায় আসামী।
প্রতারক প্রতারনায় লিপ্ত ক্ষতি সাধনে
ঈমানদার সদা প্রস্তুত মানবের কল্যাণে।
জাগতিক প্রেমের পরিনাম সদাই বিনাশ ঘটে
স্রষ্টার প্রেমের অমৃত সুধা আলোকোজ্জ্বল কলবে।
সুজন বুঝে প্রেম না করলে চিতা জ্বলে বুকেতে
স্রষ্টার প্রেমে হৃদয় পুড়লে অমর হবে ভূবনে।
শ্বাস নিঃশ্বাসে প্রভুর স্মরণে হও বিলিন
প্রেমালিঙ্গণ রঙরসে স্রষ্টাতে মজে থেকো নিত্যদিন।
পাকপাঞ্জতন ঈমানের রশি ধরো দৃঢ় হস্তে
রাসুল(দঃ) নামের অমৃত সুধায় ভয়নাই মরণে।
নিজেকে চিনে আল্লাহকে চিনো পাবে স্বার্থক জনম
আত্মশুদ্ধি লাভ করিলে পাইবে আল্লাহর দরশন।
রাসুল(দঃ)প্রেমিক না হইলে মিলিবেনা খোদা ভূবনে
খোদা প্রাপ্ত হবেনা রাসুলের(দঃ) দয়া বিনে।
গোলামে রাসুল(দঃ)শাহ আলম ভান্ডারী ভেবে কয়
আসল পুজি হারাইয়া সোনার অঙ্গ করলাম ক্ষয়।
কাঙ্গালের এই প্রার্থনা নিদান কালে দিও দেখা
দোজখ বেহেশত চাইনা আমি তোমার দিওয়ানা।।