পুরনো ভিডিও ভাইরাল, জানা গেল দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার কারণ

বিনোদন

by protibimbo
০ মন্তব্য ৫১ বার পড়া হয়েছে

পুরনো ভিডিও ভাইরাল, জানা গেল দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার কারণ!

এতদিন অজানাই ছিল টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির প্রেম ভাঙার কারণ। তবে সে অজানা ও আড়ালে থাকা কারণ এবার প্রকাশ্যে আনলো অন্তর্জালে ভাইরাল হওয়া পুরনো একটি ভিডিও।

ভাইরাল হওয়া সে ভিডিওটি অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। ভিডিওতে দেখা যায়, পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলছেন,

আমি দীর্ঘদিন ধরে একজনের সঙ্গে সম্পর্কে জড়িত। অনেকেই মনে করেন এ সম্পর্ক ২০১৭ সাল থেকে। কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক আগে, ৫ বছর আগে আমি তার সঙ্গে সম্পর্কে জড়িত।

রুক্মিণী মৈত্র আরও বলেন,

আমি তখন মডেলিং চিন্তা করছি। তখন দেব আমায় বলতো তুমি ছবি করো। কিন্তু আমি তাকে বলতাম, না আমি ছবি করবো না।

banner
রুক্মিণী মৈত্রের এ বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় ২০১২ সালে। আর এ সালই খোলাসা করে দেয় দেব-শুভশ্রীর প্রেম ভাঙার রহস্য।
 
একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, দেব আর শুভশ্রী জুটি টালিউডে দর্শকমহলে সাড়া ফেলে ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে অভিনয় করেই একে অন্যের প্রেমে পড়েন তারা। এদিকে ছবির সাফল্যের কারণে এ দুই তারকা নিয়মিত একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করতে শুরু করেন।
 
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমে রূপ নেয়ার পর পরিস্থিতি এমন পর্যায় গড়ায় যে এ জুটির পরিবার বিয়ের আয়োজনও শুরু করতে চেয়েছিল। কিন্তু হঠাৎই ২০১৩ সালে ৪ বছরের প্রেমের সম্পর্কে ইতি টানেন এ জুটি। যে কারণে ২০১৩ সালে মুক্তি পাওয়া দেব-শুভশ্রী অভিনীত সিনেমা ‘খোকা ৪২০’র পর আর কোনো সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করতে চাননি শুভশ্রী।
 
ওই সময় ২০১৩ সালে ‘ধূমকেতু’ সিনেমার শুটিং শুরু হয়। কিছুদিন শুটিং করার পরই প্রেম ভাঙে দেব-শুভশ্রীর। তবে পেশাগত কারণে দ্রুতই এ সিনেমার কাজ শেষ করতে চান তারা। কিন্তু প্রোডাকশনের কিছু জটিলতার কারণে ২০১৫ সালে শেষ হয় এ সিনেমার শুটিং।
দীর্ঘ ৯ বছর পর চলতি বছর ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে। এ ছবি হিট করতে প্রমোশনে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দেব-শুভশ্রী জুটিকে। প্রেম ভাঙা প্রসঙ্গে দেব প্রকাশ্যে কিছু না বললেও জি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে পুরনো সম্পর্কের স্মৃতিচারণ করেন শুভশ্রী। বলেন, সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।
সব মিলিয়ে নেটিজেনরা অনুমান করছেন, দেব-শুভশ্রীর প্রেম ভাঙার কারণে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২০১২ সালে শুভশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা অবস্থাতেই রুক্মিণীর সঙ্গে সম্পর্কে জড়ান দেব। ওই সময় শুভশ্রী বিষয়টি টের না পেলেও এক বছর পর ২০১৩ সালে সম্পর্কে রুক্মিণীর উপস্থিতি বুঝতে পারেন। যে কারণে কষ্ট হলেও দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs