বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা এবং মহানগর কমিটি গঠন

জয়নাল আবেদীন, রংপুর।

by protibimbo
০ মন্তব্য ৫৪ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা আনছার আলী জেলা এবং নুর মোহাম্মদকে মহানগর আহবায়ক করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা এবং মহানগর কমিটি গঠন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা এবং মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে যে বীর মুক্তিযোদ্ধা মো: আনছার আলী আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো: ফজলার রহমানকে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট রংপুর জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি গঠন করা হলো। অপর সদস্যগণ হলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান প্রামানিক লেবু । বাকি আট সদস্য হলেন সাবেক রংপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মনজুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্টু বীর মুক্তিযোদ্ধা আজাদুর রহমান বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন আকন্দ বীর মুক্তিযোদ্ধা মো: মোখতার হোসেন বীর মুক্তিযোদ্ধা শাহ রেজা মো: গোলাম কুদ্দুস বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আলী হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ।
এদিকে একই স্বাক্ষরিত অপরপত্রে জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কিবরিয়া যুগ্ম আহবায়ক এবং মো: আব্দুস সাত্তারকে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট রংপুর মহানগর ইউনিট কমান্ড এডহক কমিটি গঠন করা হলো । কমিটির অপর সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজ রশীদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান বীর মুক্তিযোদ্ধা মো: সেকেন্দার আলী বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম বীর মুক্তিযোদ্ধা রহমত আলী খান বীর মুক্তিযোদ্ধা মো: আফছারুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ কাঞ্চন আলী । এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা এবং মহানগর এডহক আহবায়ক কমিটি গঠন করায় পুরো জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে । গতকাল বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং মহানগর বিভিন্ন এলাকা থেকে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থেকে কেন্দ্রীয় কমান্ড নেতৃবৃন্দকে অভিনন্দন সহ ধন্যবাদ জ্ঞাপন করেন ।

 

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs