রেসা প্রতিনিধি দলের সাথে আরডিআরএস-এর নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ৫৬ বার পড়া হয়েছে

রেসা প্রতিনিধি দলের সাথে আরডিআরএস-এর নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ।

গত ০৩ আগস্ট ২০২৫, বিকাল ৫টায় রেসা (RESA) প্রতিনিধি দল আরডিআরএস বাংলাদেশের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান-এর সঙ্গে সংস্থার প্রধান কার্যালয়, ঢাকায়, এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

রেসার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম কিবরিয়া (কচি)-এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সদস্য সচিব নজরুল ইসলাম, সদস্য হাসনাহেনা খান, আহমেদ হোসেন, শামসুন্নাহার রেশমা, সাফিয়া সামি এবং শামছুল হক সুজা।
সাক্ষাৎকালে ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান আরডিআরএস এর প্রাক্তণ কর্মিদের নিয়ে গঠিত রেসার বহুমুখী কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং সম্প্রিতির বন্ধনের ভূয়সী প্রশংসা করেন। তিনি রেসার সঙ্গে ভবিষ্যৎ কার্যকর ও ইতিবাচক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় উঠে আসে আরডিআরএস-এর অতীত সাফল্য, চলমান সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড এবং আরডিআরএস-এর প্রাক্তন কর্মীদের স্মৃতিময় সম্পর্ক ও অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন।
সাক্ষাৎটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ, উষ্ণ আলোচনাপূর্ণ এবং ভবিষ্যৎ সহযোগিতামূলক পথচলার আশাব্যঞ্জক ইঙ্গিত বহন করে।
রেসার পক্ষ থেকে ড. ইমরুল কায়েস মনিরুজ্জামানকে একটি শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরডিআরএস-এর মানবসম্পদ বিভাগের প্রধান (Head of HR) মিসেস সাবরীনা শমশাদ।

________
প্রতিবেদক:
শামছুল হক সুজা

banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs