ইউএনও’র অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো হাসনা হেনা

রংপুর ব্যুরো

by protibimbo
০ মন্তব্য ৫৭ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে  ইউএনও‘র অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো হাসনা হেনা

রংপুরের তারাগঞ্জ উপজেলায়  এক কন্যা দায় গ্র¯ত পিতার আর্থিক জরিমানা এবং মুচলেকা প্রদানের মধ্যে দিয়ে ১৪ বছর বয়সি হাসনা হেনা নামের এক মেয়ের বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো । রবিবার রাত সাড়ে ১১ টার সময় তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিমের  মেয়ে মোছাঃ হাসনা হেনা (১৪) নামের মেয়েকে  বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বিষয়টি ইউএনও মোঃ রুবেল রানা জানতে পেরে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়।

পরে ওই মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন। এদিকে সত্যতা প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় ওই মেয়ের  বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দিবো না মর্মে মুচলেকা প্রদান করেন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা বলেন, ‘ বাল্যবিবাহ রোধ কল্পে এসব বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’। _________
প্রতিবেদক,
জয়নাল আবেদীন রংপুর
২৮-০৭-২৫

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs