বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুরের মডার্নমোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মডার্ন মোড় ব্লকেড কার্যক্রমে অংশ নেন। আর এই ব্লকেট কর্মসচিতে রংপুরের সাথে সারাদেশের প্রায় তিন ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় । আটকা পড়ে থাকে শতশত দূরপাল্লার যানবাহন । এসময় শিক্ষার্থীদের লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে, জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে ইন্টারিমে দালালেরা হুশিয়ার সাবধান, মুলা না বোতল, বোতল ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম মাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে এখানে অডিটোরিয়াম নেই এবং টিএসসি নেই, আমরা মানসম্মত শিক্ষা চাই। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই । উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই।আরেক শিক্ষার্থী রিয়া মুর্মু বলেন আমরা এতদিন যে বৈষম্য দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে চেয়েছিলাম উত্তরবঙ্গের বৈষম্য দূর হবে কিন্তু আমরা দেখছি একই কায়দায় এই অন্তর্র্বতী সরকার একইভাবে উত্তরবঙ্গ কে বাজেট বৈষম্য এবং শিক্ষা ক্ষেত্রে বাজেট বৈষম্য দেখতে পাচ্ছি।মর্ডান ব্লকেড তারা দুই দফা দাবি তুলে ধরেন, উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে এবং উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে। ।
প্রতিবেদক:
জয়নাল আবেদীন, রংপুর
২৮-০৭-২৫