অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি’র উদ্যোগে গতকাল রোববার টরন্টো পাবলিক লাইব্রেরীর সিডারব্রে শাখার মিলনায়তনে (৫৪৫ মার্কহাম রোড, স্কারবরো) অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি জসিম উদ্দিন। এরপর সমবেত কণ্ঠে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীগণ। শিল্পীরা হলেন, ইয়াসমিন খায়ের, সুমি বর্মন, গোলাম মহিউদ্দিন, মনা দেওয়ান, ওমর ফারুক, আজিজা ফারুক, হাসিনা আক্তার জানু, লাভলি রহমান, সুনিতি সরদার ও বিপ্লব কর্মকার। তবলায় ছিলেন শ্রীবাস। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশেন করেন তরুণ প্রজন্মের শিল্পী –ওম, ফারিয়া তাসনিম বৃষ্টি ও কাশপিয়া চৌধুরী। দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ান তারা তাদের দক্ষ পরিবেশনার কারণে। টরন্টোর বিশিষ্ট শিল্পীদের মধ্যে গেয়েছেন- রেহানা রহমান, সুমি বর্মণ, ওমর ফারুখ, বিপ্লব কর্মকার, সঙ্গীতা মূখার্জী, সুনিতি সর্দার প্রমূখ। কবিতা আবৃত্তিতে ছিলেন গোলাম মহিউদ্দিন ও মোহাম্মদ সালাম। অনুষ্ঠানে এর পর শুরু হয় রবীন্দ্র-নজরুলের উপর আলোচনা পর্ব। এই পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা ও রচনাবলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস, গল্প, কবিতা ও গানের সঙ্গে মিশে আছে বাঙ্গালীর সংস্কৃতি ও কালের বিবর্তনের নানা ইতিহাস। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে কিন্তু আজও এই দুই কিংবদন্তি পথিকৃতের প্রয়োজন ফুরোয়নি। চির ভাস্বর হয়ে থাকবেন তারা বাঙ্গালীর হৃদয়ে। আলোচনা পর্বটি সন্চালনা করেন কবি দেলোয়ার এলাহী।অনুষ্ঠানে আলোচনা হয় বাংলা সাহিত্যের এই দুই দিকপালের ব্যক্তিগত সম্পর্কের বিষয় নিয়েও। আলোচনা পর্বে যারা অংশ নেন তারা হলেন – লেখক ফরিদা রহমান, লেখক ও গবেষক সুব্রত কুমার দাস, আকবর হোসেন, কবি দেলওয়ার এলাহী, কবি ও কলামিস্ট মোয়াজ্জেম খান মনসুর ও ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি’র উপর একটি স্লাইড শো প্রদর্শিত হয়। এটি উপস্থাপন করেন ড. মোহাম্মদ হোসেন টিপু। শব্দ নিয়ন্ত্রণ ও টেকনিক্যাল সহায়তায় ছিলেন মোহাম্মদ সালাম।সহযোগীতায় ছিলেন বাহাউদ্দিন রতন, আফজাল সুবহানী মোনা দেওয়ান, খোদেজা ইশরাত জাহান, নাসরিন খান, নাসিরুদ্দিন খান, নুরুন বেগম ও সংগঠনের তরুন স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারহানা পল্লব ও গোলাম মহিউদ্দিন। রাত দশটায় শেষ হয় অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি’র উদ্যোগে আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী’র অনুষ্ঠানটি।
অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি’র উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
Toronto, Sunday, June 8, 2025
৬২