সংস্কার নিয়ে ড. আসিফ নজরুলের বড় সুসংবাদ

জাতীয়

by protibimbo
০ মন্তব্য ৫৩ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই চার্টার সম্পন্ন হলেই দেশের সংবিধান ও বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু হবে। এই সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে সুশাসনের প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের উত্থান ঠেকানো।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, “সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন এক আইন ও বিচারব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বেচ্ছাচারিতা চালাতে না পারে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ভবিষ্যতের জন্য এমন আইনি কাঠামো গড়ে তোলা, যেখানে রুল অব ল ভঙ্গ করে কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। স্বৈরশাসনের পথ কঠিন করতে আমরা আইনকে আরও শক্তিশালী করতে চাই।”

banner

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজ্ঞ এবং বিভিন্ন সরকারি পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংস্কার প্রক্রিয়ায় নাগরিক অধিকার সংরক্ষণ, মানবাধিকার রক্ষা ও দণ্ডবিধি সংশোধনের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs