রিকশাওয়ালা মামা
নাজমুল এইচ সবুজ
পেডেলের চাপ প্রতিদিন চলে
ওই মামা চলো ডাক দিয়ে বলে,
দিবে কি দাম তাকে কাছে পেলে
ঝাড়ি দিয়ে আজ দিওনা ফেলে।
ঘামের কী জ্বালা দেখোনি কভু
বৃষ্টির খেলায় গাড়ি চলে তবু,
করিও না হেলা দেখিলে তারে
চলাচলের সাথি হও পারাপারে।
গরিবের নামে করো না যাচাই
বিপদের দিনে দিও তারে ঠাঁই,
মানুষের মতন করিও আদর
কষ্টেতে দিও তুমি এগিয়ে চাদর।
তারাও মানুষ ভালোবেসে ডাকো
অসহায়ের পাশে চিরদিন থাকো,
হাত রেখে কাধে দিও ভালোবাসা
সুখে দুঃখে তারে মনে দিও আশা।