শেরেবাংলা স্বর্ণপদক পেলেন ডাঃ রুনা, ঈসা ও শিক্ষক মরিয়ম

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ১১৮ বার পড়া হয়েছে

শেরে-ই বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহযোগিতায় ২৩ মে ২০২৫, শুক্রবার বিকেলে ঢাকার থ্রি স্টার হোটেল অরনেটে অনুষ্ঠিত হয় “অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও শেরেবাংলা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজি। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং প্রধান বক্তা ছিলেন সাবেক অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহিদুল হারুন।

শেরে বাংলা গবেষণা পরিষদের কো-চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালেক বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এম শফিক উদ্দিন অপু ও আরমান চৌধুরী।

অনুষ্ঠানে যাঁদের শেরেবাংলা স্বর্ণপদক প্রদান করা হয়:

banner

ডাঃ ফারজানা মাকসুদ: ২৪ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য

মো. মঞ্জুর হোসেন ঈসা: মানবাধিকার আন্দোলনে বিশেষ অবদানের জন্য

মরিয়ম আক্তার: শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য

আব্দুল মালেক: সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য

বক্তারা অনুষ্ঠানে শেরে বাংলার স্মৃতিকে চিরস্মরণীয় করতে পদ্মা সেতুর নাম ‘শেরেবাংলা সেতু’ রাখা, তাঁর মাজারে একটি শেরে বাংলা মিউজিয়াম স্থাপন, পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্তি এবং জাতীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs